প্রবাস
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১২ বছর কারাদন্ড, কারাগারে প্রেরণ
মালয়েশিয়া প্রতিনিধি
(২ বছর আগে) ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৮:০৭ অপরাহ্ন

দূর্নীতি, অনিয়ম ও বিপুল পরিমাণ অর্থ কেলেঙ্কারির মামলায় মালয়েশিয়ায় ২ মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতে। পরে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিব রাজাক।
দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় ২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদন্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করেছিলেন আদালত। সুপ্রিম কোর্ট এই রায় বহাল রেখেছেন।
মঙ্গলবার মালয়েশিয়ার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ, হাইকোর্টের রায় সঠিক ছিল বরে সর্বসম্মতভাবে এ ঘোষণা দেন।
আপিলের রায়ে ১২ বছরের সাজা নিশ্চিত হওয়ার পর নাজিব রাজাককে দেশটির কাজাং জেলখানায় প্রেরণ করা হয়েছে। এ সময় জেলখানার ফটকে তার অনুসারীদের ভিড় লক্ষ্য করা গেছে।
২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা।
২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার কারণে এই তহবিলের কর্মকান্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ করে, তহবিল থেকে প্রায় চারশ কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে আর ব্যক্তিগত হিসাবে তা হস্তান্তর করা হয়েছে।