প্রবাস
মালয়েশিয়ায় জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা
মালয়েশিয়া প্রতিনিধি
(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা আহবায়ক কমিটি।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুর গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলে দলের মালয়েশিয়া শাখা আহবায়ক কমিটির সদস্য কবি আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং আহবায়ক এম, রেজাউল করিম রেজার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী।
মোহাম্মদ মোস্তাক আহম্মদের পবিত্র কোরআন হতে তেলোওয়াত এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন ঢাকা উত্তর রূপনগর থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আকরামুজ্জামান জিবলু, সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার মাহবুব মজুমদার, আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ সিনিয়র- সহ সভাপতি মো. মফিজুর রহমান আরজু, সাধারণ সম্পাদক অনিক আমিন, আওয়ামী নেতা মো. শামসুল ইসলাম, মো. ফাইরুজ, নয়ন হোসেন কাজল, কাজাং শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মো. শাজাহান, কুলুয়াং শাখা আওয়ামী লীগের সভাপতি মো. বিপ্লব প্রমুখ ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সঞ্জয় খান্না বিদ্যুৎ, শাহজালাল, মিজানুর রহমান মিজান, রঞ্জন ভৌমিক, প্রদীপ কুমার, মঞ্জুরুল ইসলাম, রিয়াদ, আমিন, রবিউল, ফারুক হোসেনসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]