অনলাইন
‘ইরানি এজেন্টদের মাধ্যমে বৃটেনে হামলার হুমকি বৃদ্ধি’
মানবজমিন ডিজিটাল
(১৪ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ইরানি এজেন্টদের দ্বারা বৃটেনে বসবাসকারী মানুষের ওপর শারীরিক হামলার হুমকি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে দেশটির পার্লামেন্টের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির। তাদের মতে, বৃটেনের জন্য অপ্রত্যাশিত হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। তেহরানের গোয়েন্দা সংস্থাগুলো প্রায়ই তৃতীয় পক্ষের এজেন্টদের মাধ্যমে বৃটেনে হত্যা বা অপহরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে বৃটেনের সিকিউরিটি কমিটি। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২২ সালের শুরু থেকে বৃটিশ নাগরিক বা বৃটেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১৫টি হত্যা বা অপহরণের চেষ্টা করা হয়েছে
প্রতিবেদনে দাবি করা হয়েছে- যদিও ইরানের কার্যক্রম রাশিয়া ও চীনের তুলনায় কম কৌশলগত এবং ছোট পরিসরে বলে অনুমান করা হচ্ছে। তা সত্ত্বেও ইরান বৃটেনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। যাকে অবমূল্যায়ন করা উচিত নয়। প্রায়শই ভিন্নমতাবলম্বীরা এই হুমকির শিকার হন বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে বৃটেনের ইহুদি ও ইসরাইলিরা নিরাপদ নয় বলে উল্লেখ করেছে প্রতিবেদনটি।
সেখানে সতর্ক করা হয়েছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করলেও সেই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। দেখা গেছে যে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে ২০১৫সাল থেকে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনের (জেসিপিওএ) সঙ্গে সম্পৃক্ত। প্রতিবেদনে দাবি করা হয়, দেশের সংকট সামলাতে ইরান সরকারের নীতি ব্যর্থ, সেইসঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রমাণ সংগ্রহ করে ইরান সম্পর্কে এই প্রতিবেদনটি তৈরী করেছে ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি।
সূত্র : স্কাই নিউজ
পাঠকের মতামত
ইরানকে চাপে রাখার জন্য গতানুগতিক মিথ্যা ও চাতুরতা পূর্ণ ফরমায়েশি রিপোর্ট।