অনলাইন
জুলাই-আগস্ট হত্যাকাণ্ড
রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন, বললেন- জড়িত ছিলাম, আমি দায়ী
স্টাফ রিপোর্টার
(২০ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

নিজের অপরাধ স্বীকার করে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন । এরমধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক গ্রেপ্তার রয়েছেন।
পাঠকের মতামত
বুঝা যাচ্ছে বিবেকের জ্বালায়, অপরাধবোধ থেকে স্বয়ং আইজি সাহেব স্বীকারোক্তি দিলেন।
Mamun Chowdhury has taken right decision. He has come back to the true way of his law enforcing profession.
হামলা কারি কারা পুলিশ নাকি আন্দোলন কারিরা ? দেশের প্রতিটি থানায় হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ হয়েছে পুলিশের উপর হামলা হয়েছে অনেক পুলিশ নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন। পুলিশের কাজ কি, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকরা সরকারী তথা দেশের সম্পদ ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষা করা এবং যে কোন ভাবে নিজের উপর আঘাত আসলে আত্মরক্ষার পন্থা অবলম্বন করা। এখন প্রশ্ন আসে এসবের কোন টা সংঘঠিত হয় নি ?
আপনার আম্মু কই
ইসলামী আইন অনুযায়ী বিচার না করা হলে কখনোই ইনসাফভিত্তিক বিচার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে না
অনুশোচনা বোধ থেকে তার এই উপলব্ধি সত্যিই প্রশংসনীয়। রাষ্ট্রীয় পোশাক পরাই বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা নিন। রাষ্ট্র কোন ব্যক্তি বা দলের নয় রাষ্ট্র আপনার আমার আমাদের এখানে ন্যায় বিচার সবার উপরে।