খেলা
জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারালো ভারত
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৭:৩৭ অপরাহ্ন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। তাদের দেয়া ১৯০ রানের টার্গেট ৩০.৫ ওভারে ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত। শিখর ধাওয়ান ৮১ এবং শুবমান গিল ৮২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
হারারেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দীপক চাহারের তোপে পড়ে জিম্বাবুয়ে। স্বাগতিকদের টপ অর্ডারে ধস নামান চাহার। ডানহাতি এ পেসার একে একে সাজঘরে ফেরান ইনোসেন্ট কাইয়া (৪), মারুমানি (৮) ও ওয়েসলি মাধেভেরেকে (৫)। শন উইলিয়ামসের (১) উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও এমন পরিস্থিতি থেকে দু’বার ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু ভারতের বোলাররা সে সুযোগ দেয়নি জিম্বাবুয়েকে।
বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি হাঁকানো সিকান্দার রাজাকে ১২ রানেই থামান প্রসিদ্ধ কৃষ্ণ। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে অধিনায়ক রেজিস চাকাভা করেন ৩৫ রান। দলের পক্ষে ওটাই সর্বোচ্চ। লুক জংবে যখন আউট হন, জিম্বাবুয়ের সংগ্রহ তখন ৮ উইকেটে ১১০।
নবম উইকেটে ৭০ রানের জুটি গড়েন ব্রাড ইভান্স ও রিচার্ড এনগারাভা। দলীয় ১৮০ রানে এনগারাভাকে (৩৪) বোল্ড করেন কৃষ্ণ। ভিক্টর নাইয়ুচিকে (৮) শুবমানের ক্যাচ বানিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন অক্ষর। ২৯ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন ইভান্স।