খেলা
হেডিংলি টেস্ট
টানা দুই উইকেট, ম্যাচে ফিরছে ভারত!
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯:১৮ অপরাহ্ন

ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে ১৮৮ রানে। আরেক ওপেনার বেন ডাকেট ফিরেছেন ব্যক্তিগত দেড়শ থেকে স্রেফ ১ রানের দূরত্বে থেকে। দলীয় আড়াইশ পেরোতেই টানা দুই বলে দুই উইকেট হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের জন্য ভারতের দরকার আর ৬ উইকেট, ইংল্যান্ডের দরকার ১০৮ রান।
জমে উঠেছে হেডিংলি টেস্ট। অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টে আজ পঞ্চম দিন দুর্দান্তভাবে শুরু করে দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট। ১২৬ বলে ৬৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে কেএল রাহুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্রলি। দ্বিতীয় উইকেটে স্রেফ ৮ রান যোগ করে ফেরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অলি পোপ। ১৭০ বলে ব্যক্তিগত ১৪৯ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার ডাকেট। শারদুল ঠাকুরের ঠিক পরের বলেই ক্যাচ দিয়ে আউট হন প্রথম ইনিংসে ৯৯ রানে ফিরে যাওয়া হ্যারি ব্রুক। ক্রিজে ব্যক্তিগত ১২ রানে আছেন জো রুট, আরেক উইকেটে তাকে ৯ রানে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বেন স্টোকস।