খেলা
সাবিনাদের নিয়ে বাটলার, আফঈদার ‘নো কমেন্টস’
স্পোর্টস রিপোর্টার
(৬ দিন আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে আজ (মঙ্গলবার) রাতে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন কোচ পিটার বাটলার।
সম্প্রতি জর্ডান সফরে অংশ নেওয়া দলের তিনটিতে পরিবর্তন এনেছেন এই বৃটিশ কোচ। বাদ পড়েছেন গোলরক্ষক মেঘলা রানী, ফেরদৌসী আক্তার ও মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের জায়গায় দলে ঢুকেছেন গোলরক্ষক স্বর্ণা রানী, মিলি আক্তার এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নিলা। এবারও সুযোগ হয়নি অভিজ্ঞ সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও সানজিদা আক্তারের। স্বাবাভিক ভাবেই সংবাদ সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আসেন সাফ জয়ী এই তিন নারী ফুটবলার। কোচের সঙ্গে দ্বন্দ্বের পর জাতীয় দলের বাইরে চলে গিয়েছেন তারা। এই বিষয়ে জানতে চাওয়া হলে দলনেতা আফঈদা খন্দকার বলেন, ‘নো কমেন্টস। ’ সঙ্গে সঙ্গে পিটার বাটলার তার পিঠ চাপড়ে দিয়ে বলেন, ‘গুড গার্ল।’
এই প্রতিক্রিয়ার পর কোচ বাটলার আরও বলেন, ‘পুরোনো খবর নিয়ে পড়ে থাকলে চলবে না। আমি ২৩ জন খেলোয়াড়কে বেছে নিয়েছি যারা আমার বিশ্বাস, এই প্রতিযোগিতায় সফল হতে পারে। আমরা অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে তাকাই। ’ সাংবাদিকদের এক পর্যায়ে সাবেক ফুটবলারদের প্রসঙ্গ তোলা নিয়ে কিছুটা বিরক্ত হন বাটলার। বলেন, ‘এই কক্ষে এমন কিছু মানুষ আছেন যারা বিতর্ক ভালোবাসেন। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। তরুণ এক খেলোয়াড়কে এমন প্রশ্ন করা ঠিক হয়নি। আপনারা প্রশ্ন করলে করুন আমাকে। ’ পরবর্তীতে তিনিও সাবিনাদের প্রসঙ্গে জিজ্ঞাসায় বলেন, ‘নো কমেন্টস। ’