খেলা
মিরাজকে হুমকি মনে করেন না শ্রীলঙ্কান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৬:৫৫ অপরাহ্ন

অসুস্থতার কারণে শ্রীলঙ্কা সফরের গল টেস্টে মাঠের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সব ঠিকঠাক থাকলে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ দিয়ে ফিরবেন এই টাইগার অলরাউন্ডার। তবে মিরাজকে নিয়ে খুব একটা ভাবছেন না স্বাগতিকদের অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। দেশের হয়ে মিরাজের দুর্দান্ত পারফর্মেন্স স্বীকার করলেও তাকে হুমকি হিসেবে দেখছেন না এই লঙ্কান অলরাউন্ডার।
আজ সংবাদ সম্মেলনে সিলভা বলেন, ‘আমি তেমনটা (হুমকি) মনে করি না। সে তো শেষ কয়েকটি ম্যাচেও খেলেছে। মিরাজকে সেভাবে হুমকি হিসেবে ভাবছি না। আমাদের বিপক্ষে সে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনেও সবশেষ কিছু টেস্ট ম্যাচ খেলেছে। দেশের হয়ে সে দারুণ করছে। খুব বড় হুমকি হিসেবে না দেখলেও লড়াইটা ভালো হবে।’ মিরাজের প্রত্যাবর্তনের প্রসঙ্গে টাইগার কোচ ফিল সিমন্স বলেন, ‘আপনি ধরে নিচ্ছেন যে মিরাজ দ্বিতীয় ম্যাচে দলে থাকবে। ঠিক আছে। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তাই ব্যাটে-বলে উভয়ক্ষেত্রেই সে দলকে শক্তি যোগাবে। তবে একইসঙ্গে আমাদের বাকিদেরও তাদের কাজটা করতে হবে।’
কলম্বোতে শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল সাড়ে ১০টায়। এরপর ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে ২, ৫ ও ৮ই জুলাই। সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ই জুলাই।