খেলা
এই গরমে খেলা সোজা নয়, বললেন চেলসি কোচ
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৪ অপরাহ্ন

নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপ চলছে যুক্তরাষ্ট্রে। এমনিতেই বৃহৎ পরিসরে টুর্নামেন্টের এবারের সংস্করণ নিয়ে সমালোচনার কমতি নেই। এর সঙ্গে যোগ দিয়েছে ভেন্যুর কয়েকটি শহরের অত্যাধিক তাপমাত্রা, যার কিছুটা খেলোয়াড়দের নিয়ন্ত্রণে আনতে প্রায় প্রতি ম্যাচেই দুই অর্ধে দেয়া হচ্ছে কুলিং ব্রেক। তাতেও খুব একটা কাজ হচ্ছে না। এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন চেলসি বস এঞ্জো মারেস্কা। ব্লুদের কোচের দাবি, এই গরমে খেলা প্রায় অসম্ভব।
‘ডি’ গ্রুপের বাঁচা মরার লড়াইয়ে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে চেলসি। ম্যাচটি গড়াবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। সেখানেও গরমের মাত্রা তীব্র। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল শহরগুলোতে অত্যাধিক গরম সহ্য করতে হচ্ছে স্থানীয়দের। সেখানে বিশেষ করে ইউরোপিয়ান দলগুলোর কোচ-খেলোয়াড়দের জন্য ম্যাচে অংশগ্রহণ করা আরও কঠিন হয়ে পড়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার সকাল ৭টায় মাঠে নামার কথা ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির। অত্যাধিক গরমের কারণে ম্যাচের আগের দিন ঠিকমতো অনুশীলনই করতে পারেনি ইউরোপের জায়ান্ট ক্লাবটি। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মারেস্কা বলেন, ‘এমন আবহাওয়ার কারণে পুরো সেশনে অনুশীলন করাটা প্রায় অসম্ভব। আমরা ম্যাচের জন্য শক্তি সঞ্চয় করছি। সকালের সেশনটি ছিল খুব ছোট, কেবল আগামীকালের পরিকল্পনা নিয়ে। এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না।’ ৪৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ আরও বলেন, ‘এই তাপমাত্রায় এটি সহজ নয়। তবে টুর্নামেন্টের পরের ধাপে যেতে আগামীকাল আমরা নিজেদের সেরাটা দেব।’
ফিলাডেলফিয়ায় সোমবারের তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। শহরটির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বুধবার সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করেছে হিট ইমার্জেন্সি। এর পরপরই মাঠে গড়ানোর কথা রয়েছে চেলসি-তিউনিসের ম্যাচের। ২ ম্যাচে ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে চেলসি। প্রথম দুটি ম্যাচেই জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে শীর্ষে থাকা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। চেলসির সমানসংখ্যক জয় ও হারে সমান পয়েন্টে গোল ডিফারেন্সে পিছিয়ে থেকে তিনে তিউনিস।