খেলা
তিন পরিবর্তন নিয়ে মিয়ানমার যাবে বাংলাদেশ নারী ফুটবল দল
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই খেলতে আজ রাতে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সর্বশেষ মে-জুন মাসে ফিফা প্রীতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ নিজেদের শক্তি দেখিয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দলের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে নারী দল। দুটি ম্যাচে ড্র করা দলের বেশিরভাগ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার ২৩ জনের চূড়ান্ত দলে মাত্র তিনটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। গত দুই ম্যাচে ড্র করা দলের প্লেয়ারদের ওপর আস্থা রেখেছেন এ ব্রিটিশ কোচ।
এবার দুই গোলকিপার স্বর্ণা রানী ও মিলি আক্তারের সঙ্গে দুটি সাফ জেতা রক্ষণভাগের নিলুফা ইয়াসমিন দলে ফিরেছেন। বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। এবার মিয়ানমার সফরেও জায়গা হয়নি সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী ও মাতসুশিমা সুমাইয়াদের। মিয়ানমারের ইয়াঙ্গুনে আগামী ২৯শে জুন মেয়েদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। এরপর ২ই জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। মেয়েরা ৫ তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান, তাদের অবস্থান ১৪১তম। বাংলাদেশের অবস্থান বর্তমানে ১২৮, বাহরাইন ৯২ এবং মিয়ানমার আছে ৫৫তম স্থানে।
বাংলাদেশ দল :
গোলকিপার : রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার
ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মত সাগরিকা, সুরভী আকন্দ, মোছাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেহলা মারমা।