ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

রোজারিওর সেই ছোট্ট ছেলেটির পূর্ণ হলো ৩৮ বছর

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪২ অপরাহ্ন

mzamin

১৯৮৭ সালের ২৪শে জুন। আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরাদের একজন, নাম লিওনেল আন্দ্রেস কুচিত্তেনি মেসি। যিনি আপনার আমার কাছে পরিচিত এলএম১০ কিংবা লিওনেল মেসি নামে। সবশেষ ফুটবল বিশ্বকাপে যার নেতৃত্বে তৃতীয়বার শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। আজ সেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির জন্মদিন।

শৈশবে দাদির হাত ধরে ফুটবলের মাঠে পদচারনার শুরু এই আর্জেন্টাইন মহাতারকার। রোজারিও থেকে বার্সেলোনায় নিজের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পাড়ি জমান মেসি,  যিনি এখন কোটি মানুষের অনুপ্রেরণার নাম। সেই মেসির গল্প আমাদের সবার জানা। 
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পর যখন আরাধ্য সেই ট্রফি হাতে নেন, তখন বৃটিশ কিংবদন্তি ধারাভাষ্যকার পিটার ড্রুরি বলে ওঠেন, ‘লিওনেল মেসি হ্যাজ শেকেন দ্য হ্যান্ডস উইথ প্যারাডাইস। দ্য লিটল বয় ফ্রম রোজারিও, সান্তা ফে, হি হ্যাজ জাস্ট পিচড আপ ইন হেভেন।’ লাইনগুলো এখনও যেনো কানে বাজে মেসি আর আর্জেন্টিনা ফুটবল ভক্তদের। কথাগুলো যেন সহসাই ভাবায় আমাদেরকে। মেসিকে দেখে তাই আজও অনেকে স্বপ্ন দেখতে শেখে। যেখানে ইতিহাসের পাতায় সবাইকে ছাপিয়ে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। হাজারো প্রতিকুলতাকে জয় করে যে মেসি তার নামের পাশে যুক্ত করেছেন ‘বিশ্বকাপজয়ী’। এই বড় তকমার পাশাপাশি তার নামের সঙ্গে লেগে আছে অনেক রেকর্ডও। মেসিই ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি ফিফা বিশ্বকাপে জিতেছেন দু’টি গোল্ডেন বল। স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার হয়ে লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়নস লীগেও অনেক কীর্তি গড়ে গেছেন তিনি। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status