খেলা
বল ছুঁড়ে দিয়ে শাস্তি পেলেন পান্ত
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৪:২০ অপরাহ্ন

হেডিংলি টেস্টের তৃতীয় দিন যা শঙ্কা করা হয়েছিল, তাই হলো। লেভেল ওয়ানের নিয়ম ভাঙার কারণে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তের নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ঘটনাটি ইনিংসের ৬১তম ওভার শেষ হওয়ার পরের। তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানোর ঘন্টাখানেক পর প্রথমে বল পরিবর্তনের অনুরোধ জানান জশপ্রিত বুমরাহ। আম্পায়ার ক্রিস গাফানি তাতে অসম্মতি জানান। কিছুক্ষণ পরেই আরেক আম্পায়ার পল রাইফেলের কাছে গিয়ে একই আবেদন করেন পান্থও। বলের আকার যাচাই করে দেখার যন্ত্রে পরীক্ষা করে রাইফেল জানান, বল ঠিক আছে। এই সিদ্ধান্ত মানতে পারেননি পান্থ। রাগে বল ছুঁড়ে দিয়ে নিজের জায়গায় চলে যান তিনি। আম্পায়ারের চেহারা দেখে বুঝা যাচ্ছিল ভারতীয় ক্রিকেটারের কাজে তিনি মোটেই খুশি নন। আইসিসি’র নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে লেবেল ১ বা লেবেল ২ অপরাধ হিসেবে গন্য হয়। লেবেল ১ অপরাধের ক্ষেত্রে ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কেটে নেয়া হয়, সঙ্গে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে পান্ত নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেয়ার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। দুই মাঠ আম্পায়ারসহ তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নসও এই শাস্তির সঙ্গে একমত হয়েছেন।