খেলা
৯৩ বছরের ইতিহাসে প্রথমবার ভারতের যে কীর্তি
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৪:০৭ অপরাহ্ন

বিশ্ব ক্রিকেটে ভারতের রেকর্ডের ইয়ত্তা নেই। তবুও টেস্ট ক্রিকেটে এতদিন একটি কীর্তি ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছিল ভারতীয়দের। ইংল্যান্ড সফরের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে ধরা দিল সেই রেকর্ড। নিজেদের ৯৩ বছরের লাল বলের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি তুলে নিয়েছে ভারতীয়রা।
ভারতের দ্বিতীয় ইনিংসটা সোমবার সাজিয়েছেন লোকেশ রাহুল আর ঋষভ পান্ত। চতুর্থ উইকেটে দু’জনের জুটি স্রেফ পাঁচ রানের জন্য দুইশ’ ছুঁতে পারেনি। ১৪৯ বলে ১১৮ রানের ইনিংস খেলে আউট হন পান্ত। টেস্ট ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। সাদা পোশাকের ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার পান্ত, প্রথমজন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন তিনি। লিডসে জোড়া সেঞ্চুরিতে আরও কয়েকটি ও কীর্তি গড়েছেন পান্ত। ইংলিশদের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে শতক করা প্রথম ভারতীয় ক্রিকেটার এই ডানহাতি ব্যাটার। লাল বলে জোড়া সেঞ্চুরি করা ভারতের সপ্তম ব্যাটার পান্ত, সর্বোচ্চ তিনবার এই কীর্তি গড়েছেন সুনীল গাভাস্কার। নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে ভারতের উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে (৬) ছাড়িয়ে যান পান্ত। রেকর্ডটি তিনি আরও সমৃদ্ধ করলেন অষ্টম সেঞ্চুরি করে। এদিন পরের উইকেটে সাজঘরে ফেরার আগে ২৪৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন রাহুল। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসেও পান্তের সঙ্গে তিন অঙ্কের স্বাদ পান অধিনায়ক শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাস এমন কিছুর সাক্ষী হলো এই নিয়ে ছয়বার। আগের পাঁচবারই এই কীর্তি গড়েছে ভিন্ন চারটি দল, দু’বার এই নজির করেছে শুধুমাত্র পাকিস্তান। তবে বিদেশের মাটিতে ভারতীয়দের আগে এই কীর্তি গড়েছে শুধু অস্ট্রেলিয়া। লাল বলের ইতিহাসে এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির নজিরেও প্রথম অজিরাই। ১৯৫৫তে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে এক ইনিংসেই ৫ সেঞ্চুরি তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের মাঠে ৫ সেঞ্চুরির ঘটনা সেবারই প্রথম। অজি ব্যাটারদের মধ্যে কলিন ম্যাকডোনাল্ড, কিথ মিলার, রন আর্চার ও রিচি বেনো করেছিলেন সেঞ্চুরি আর নিল হার্ভে করেন ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়া সেবার ম্যাচ জিতেছিল ইনিংস ব্যবধানে। দ্বিতীয় ও শেষবারের মতো এমন কীর্তি দেখা যায় ২০০১-এ, বাংলাদেশ-পাকিস্তান মুলতান টেস্টে। গ্রিন ক্যাপদের হয়ে সেবার এক ইনিংসে সেঞ্চুরি হাঁকান সাঈদ আনোয়ার, তওফিক ওমর, ইনজামাল-উল-হক, মোহাম্মদ ইউসুফ ও আবদুল রাজ্জাক।
এর আগে একই টেস্টে চার দফায় সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরি পায় ভারত। ২০০৭-এ প্রথমবার বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছোন ভারতের প্রথম চার ব্যাটার দিনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকার।