খেলা
চলে গেলেন ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশি
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৩:১২ অপরাহ্ন

ভারতীয়দের সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশি আর নেই। লন্ডনে ৭৭ বছর বয়সে পরলোক গমন করেছেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, হৃদরোগের কারণে মৃত্যু হয়েছে দোশির।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন দিলীপ দোশি। পরে সেখানেই পাকাপোক্তভাবে থেকে গেছেন। অনেক বছর ধরেই লন্ডনে থাকতেন তিনি। ১৯৭৯তে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ বছর বয়সে অভিষেক হয় দোশির। ভারতের হয়ে ৩৩ টেস্টে ১১৪ উইকেট নিয়েছেন তিনি, ছয়বার আছে ৫ উইকেটের কীর্তি। ১৫টি ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা ২২, ইকোনমি রেট ৩.৯৬। ভারতের হয়ে সৌরাষ্ট্র ও বেঙ্গলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার পর ইংল্যান্ডের ঘরোয়াতে খেলেছেন ওয়ারউইকশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে। আশির দশকে অনেকটা নীরবেই ক্রিকেট থেকে সরে যান দোশি। ১৯৮২-৮৩ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংসে ৫টি সহ ম্যাচে ৬ উইকেট তুলে নেন তিনি। তবে পরের দুটি টেস্টে তিনি ভালো করতে পারেননি। এরপর আর জাতীয় দলের হয়ে খেলেননি। সে সময়টায় ভারতের ক্রিকেট দল যেভাবে চলছিল, তাতে অসন্তুষ্ট ছিলেন তিনি। তৎকালীন অধিনায়ক সুনীল গাভস্কারের সঙ্গেও তার শীতল সম্পর্কও একটি বড় ব্যাপার ছিল। এর আগে ১৯৮১তে মেলবোর্ন টেস্টে ভাঙা আঙুলে বল করে ফাইফার নিয়ে ভারতকে জয় এনে দেন দোশি। তখন পরিস্থিতি এমন ছিল, প্রতিদিনের খেলার পর ‘ইলেকট্রোড’ দিয়ে আঙুল ফোলা কমাতে হতো তার। সেই কীর্তি আজও স্মরণীয় হয়ে আছে ভারতের ক্রিকেটে।
বাবার মতো দিলীপ দোশির ছেলে নয়ন দোশিও ছিলেন বাঁহাতি স্পিনার। সিনিয়র দোশির মতো জুনিয়র দোশিও খেলেছেন ভারত আর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে।