খেলা
দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র, নকআউটে মেসিদের প্রতিপক্ষ পিএসজি
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:৫৬ অপরাহ্ন

ম্যাচের শুরু থেকে প্রায় নিজেদের কন্ট্রোলে বল ধরে রেখেছিল ইন্টার মায়ামি। গ্রুপ সেরা হওয়ার পথেই ছিল লিওনেল মেসির দল। তবে শেষের ম্যাচের ১০ মিনিটে সবকিছু বদলে গেলো। শেষপর্যন্ত ক্লাব বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে ফ্লোরিডায় ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি ও পালমেইরাস। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে এ ম্যাচ জিতলে গ্রুপ সেরা হতে পারতো মেসিরা। শুরুতে আইয়েন্দে ও লুইস সুয়ারেসের দারুণ দুটি গোলে ৮০ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল ২-০ গোলে। কিন্তু শেষ দিকে পালমেইরাস সেই দুই গোল শোধ করে গ্রুপ সেরা হয়ে গেলো।
মেসির ৩৮তম জন্মদিনে মায়ামি জয় না পেলেও এদিন দারুণভাবে আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে দুই দলই। এদিন ম্যাচে ৫৪ শতাংশ বলের দখল রেখে মায়ামি ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে। অন্যদিকে ৪৬ শতাংশ বলের দখল রেখে ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে পালমেইরাস।
২-২ গোলের ড্র শেষে ইন্টার মায়ামি এবং পালমেইরাস দুই দলই গ্রুপপর্ব শেষ করেছে ৫ পয়েন্ট নিয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস হয়েছে গ্রুপসেরা। আর ইন্টার মায়ামি শেষ করেছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে। শেষ ষোলোয় থেকে আগামী রোববার লড়বে পিএসজি ও ইন্টার মায়ামি। একই সময়ে মুখোমুখি হবে বোটাফোগো ও পালমেইরাসও।