খেলা
জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:১৫ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাবেন নুরুল হাসান সোহান। এমন ধারণাই করেছিল সবাই। তবে গতকাল শ্রীলঙ্কা সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়। সেখানে ছিলেন না সোহান। গতকাল প্রস্তুতি ম্যাচে সোহান খেলেন ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংসও ।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না আমরা এই পজিশনে। শেষ সিরিজে লিটন ছিলেন না। আপনারা জানেন সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।’
গতকাল চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নুরুল হাসান সোহান। ভালো পারফরম্যান্সের পরও দলে সুযোগ না হওয়ায় তিনি বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম দলে তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্য এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা! অবশ্যই আক্ষেপটা থাকবে।’
সোহান বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলবো না।’