খেলা
রেকর্ড পরিমাণ অর্থে লিভারপুলে ভির্টৎস
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

চলমান ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য গ্রীষ্মকালীন দলবদল এখনও তেমন ভাবে জমে ওঠেনি। এরই মধ্যে সব জল্পনা-কল্পনা সত্যি করে বায়ার্ন লেভারকুজেন থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন ফ্লোরিয়ান ভির্টৎস। নিজেদের রেকর্ড পরিমাণ অর্থে শুক্রবার এই জার্মান মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করার খবর জানিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
বেশ কিছুদিন আগেই বৃটেনের বেশ কিছু সংবাদমাধ্যম এই দলবদলের খবর আগাম জানিয়ে দেয়। তখনই জানা গিয়েছে, মোট ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে ভির্টৎসকে দলে টেনেছে অলরেডরা। এর মধে শুরুতে ১০ কোটি পাউন্ড দেবে লিভারপুল, বাকি ১ কোটি ৬০ লাখ পাউন্ড দেয়া হবে অন্যান্য বোনাসের ভিত্তিতে। এর আগে অলরেডদের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। ক্লাবটির বর্তমান এই অধিনায়ক ২০১৭তে যোগ দেন সাড়ে সাত কোটি পাউন্ডে। অ্যাড অনস-এর শর্তগুলো পূরণ করতে পারলে পুরো বৃটিশ দলবদলেই নতুন রেকর্ড গড়বেন ২২ বছর বয়সী ভির্তস। আপাতত এই রেকর্ডের মালিক আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। ২০২৩-এ পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তাকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে টানে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে ১০ কোটি পাউন্ডের প্রাথমিক ট্রান্সফার ফি’র ক্লাবে পঞ্চম ভির্টৎস। এর আগে এই বিশাল পরিমাণ অর্থ খরচ করে ব্লুরা কেনে দুই মিডফিল্ডার ফার্নাদেঞ্জ ও মোইসেস কাইসেদোকে আর আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিতে যোগ দেন যথাক্রমে ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ। লিভারপুলের ওয়েবসাইটে ভির্টৎসের সইয়ের ব্যাপারে জানানো হলেও তার সময়সীমার প্রসঙ্গে কিছু বলা হয়নি।
বিবিসি ও ইএসপিএন জানিয়েছে, চুক্তিটি পাঁচ বছরের। জার্মান ক্লাব লেভাকুজেনে আরও দুই বছরের মতো চুক্তি বাকি ছিল ভির্টৎসের। তাকে দলে পেতে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো দৌড়ে থাকলেও চলতি মাসের মাঝামাঝিতে অনেকটা এগিয়ে যায় লিভারপুল। চুক্তির স্বাক্ষরের পর ভির্টৎস বলেন, ‘আমি প্রতিবছর সবকিছু জিততে চাই। সবার আগে আমাদের নিজেদের কাজটি করতে হবে। গত মৌসুমে তারা প্রিমিয়ার লীগ জিতেছে, তাই এটি আবারও জেতা আমার লক্ষ্য এবং চ্যাম্পিয়নস লীগে যতটা সম্ভব এগিয়ে যেতে চাই। আমি সত্যিই উচ্চাকাঙ্ক্ষী।’