খেলা
হাসপাতাল থেকে ফিরলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ৩:৪২ অপরাহ্ন

পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড।
জ্বরের কারণে ২৬ বছর বয়সী ফরাসি অধিনায়ক এমবাপ্পে মঙ্গলবার অনুশীলন করেননি। বুধবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচেও ছিলেন না তিনি। এ বিষয়ে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানায়, ‘কিলিয়ান এমবাপ্পে অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরিটিসে ভুগছেন। তাকে বিভিন্ন টেস্ট ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ঘণ্টা খানেক পরই অবশ্য ছাড়া পান তিনি।
পরবর্তীতে এমবাপ্পে পাম বিচে রিয়ালের ট্রেনিং কমপ্লেক্সে ফিরে গেছেন। ক্লাব বিবৃতিতে জানানো হয়, এমবাপ্পে তার জন্য নির্ধারিত চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং ধারাবাহিকভাবে দলের কার্যক্রমে যোগ দেবেন।
রোববার ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ পাচুকার বিপক্ষে। সেই ম্যাচেও যদি এমবাপ্পে ফিরতে না পারেন, তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন খেলবেন এ ফরাসি ফরওয়ার্ড। শেষ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ সলজবুর্গ।