ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ফের বড় অঙ্কের জরিমানা পেলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ৩:৩২ অপরাহ্ন

mzamin

প্রিমিয়ার লীগের আলোচিত দল ম্যানচেস্টার সিটি। গত কয়েক মৌসুমে শিরোপা হাতছাড়া করেছে পেপ গার্দিওলার দলটি। চলতি মৌসুমেও ভালো সময় পাচ্ছিল না ম্যানসিটি। আর এবার একবার নয়, দুবার নয়, ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লীগে ৯টি ম্যাচ দেরিতে শুরু এবং বিরতির পর পুনরায় শুরুতে বিলম্ব করার দায় পড়েছে ম্যানসিটির কাঁধে। এজন্য ক্লাবটিকে ১০ লাখ পাউন্ডের বেশি জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা জরিমানা হয়েছে সিটির।  

এ আইন ভাঙার এই শাস্তি মেনেও নিয়েছে সিটি কর্তৃপক্ষ এবং নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে এমন কিছু যেন আর না হয় সেজন্য ফুটবলার, স্টাফদের ইতোমধ্যে করণীয় স্মরণ করিয়ে দিয়েছে সিটি কর্তৃপক্ষ।  এর আগেও অবশ্য ইংল্যান্ডের শীর্ষ লীগে ম্যাচ ‘দেরিতে শুরু করার’ আইন ভাঙায় ২০ লাখ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল ম্যান সিটিকে। 
প্রিমিয়ার লিগের এল৩৩ ধারায় বলা হয়, ‘কোন ক্লাব যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া নির্ধারিত সময়ে ম্যাচের কিক-অফ অথবা বিরতির পর খেলা শুরুতে দেরি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

চলতি মৌসুমে ঘরের মাঠে সাউথ্যাম্পটন, টটেনহ্যাম হটস্পার, নটিংহ্যাম ফরেস্ট, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এবং ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ইপ্সউইচ টাউনের মাঠে ম্যাচগুলোয় ওই আইন ভাঙায় সিটিকে মোট ১০ লাখ ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্ট হ্যাম ও ইপ্সউইচের বিপক্ষে দুই মিনিট ২২ সেকেন্ড দেরিতে খেলা শুরু হয়েছিল।

এর পাশাপাশি ২০০৯-২০২৩ পর্যন্ত সময়কালে আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status