ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মেসির দুর্দান্ত গোলে ক্লাব বিশ্বকাপে প্রথম জয় মায়ামির

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ১:১৪ অপরাহ্ন

mzamin

ফ্রি কিক থেকে ইন্টার মায়ামির জার্সিতে ৫০তম গোল করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর এ গোলেই বৃহস্পতিবার রাতে ক্লাব বিশ্বকাপে ২-১ গোলে পোর্তোকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো ইন্টার মায়ামি ক্লাব।  
তবে ম্যাচের শুরুতে এদিন পোর্তোকে লিড এনে দেন সামু আঘেহোয়া। বক্সের মধ্যে জোয়াও মারিওকে নোয়াহ এলেন ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ৮ম মিনিটে পেনাল্টি থেকে ইন্টার মায়ামির জাল খুঁজে পান তিনি।

বৃহস্পতিবার রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পোর্তোর গোলের রেশ ছিল পুরো প্রথমার্ধজুড়ে। মেসি-সুয়ারেজরা ছন্দে ফেরেন বিরতির পর। সেকেন্ড হাফে দৃষ্টিনন্দন গোলে মায়ামির জয় আদায় করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। একইসঙ্গে যা মেসিকে ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার বানিয়ে দিয়েছে।

এদিন ইন্টার মায়ামির কোচ এবং মেসির সাবেক সতীর্থ জাভিয়ের মাশ্চেরানো ইউরোপের অন্যতম সেরা দলের বিপক্ষে তার দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে সত্যিই, সত্যিই কঠোর পরিশ্রম করছিলাম যাদের অনেক মানসম্পন্ন এবং উচ্চ স্তরের দল রয়েছে। কিন্তু আজ আমরা বিশ্বকে এবং নিজেদের কাছে দেখিয়েছি যে আমরা যেকোনো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এই ম্যাচে প্রথমার্ধটিও খুবই ভালো ছিল। খেলোয়াড়রা বুঝতে পেরেছিল যে তারা এটা করতে পারবে। যখন আমরা একসাথে থাকি, যখন আমরা আমাদের সতীর্থদের পাশে থাকি, তখন আমরা অসাধারণ কিছু করতে পারি আর এটাই তা দেখিয়েছে।”

মাশ্চেরানো মেসির বিষয়ে বলেন, ‘লিও হলো সেই খেলোয়াড় যিনি আমাদের প্রতিযোগিতার পথে পরিচালিত করেন। তার গোলের প্রতি ক্ষুধা, যে কোনও স্তরেই প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার তার ইচ্ছাশক্তি। ফুটবলের ভাষায়, এই খেলায় তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু জয়ের জন্য তার দৃঢ় সংকল্প সর্বদা অবাক করার মতো থাকে। ম্যাচের শেষ মুহূর্তেও যখন সবাই ক্লান্ত হয়ে পরে। সে (মেসি) যে কোনও উপায়ে দলকে এগিয়ে রাখতে চায়।‘ 
এবার ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে চলছে ক্লাব বিশ্বকাপ আসর। যেখানে প্রথমবার খেলতে নামে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। আর নেমেই মেসির বাজিমাতে মায়ামি তুলে নিল অসাধারণ এক জয়।

এ নিয়ে দুই ম্যাচে মায়ামি একটি করে জয় ও ড্র নিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে গেল। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এই দুই দলই এখন এগিয়ে রয়েছে।গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে পালমেইরাসের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মায়ামি। এদিন আরেক ম্যাচে মুখোমুখি হবে পোর্তো ও আল আহলি।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status