খেলা
১৮৭ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

গল টেস্টে চতুর্থ দিন শেষে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ৫৬ ও মুশির সংগ্রহ ২২ রান। এর আগে ৭৬ রানে ফেরেন সাদমান ইসলাম। সবমিলিয়ে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান।
সেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন সাদমান
ফিফটি করেও বেশ ভালোভাবে এগোচ্ছিলেন সাদমান ইসলাম। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ব্যক্তিগত ৭৬ রানে বোল্ড হয়ে ফিরলেন তিনি। উইকেটে নতুন ব্যাটার মুশফিকুর রহিম।
সাদমানের ফিফটি, লিড বাড়াচ্ছে বাংলাদেশ
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়িয়েছেন সাদমান ইসলাম। থারিন্দু রত্নায়েকের করা ২৪তম ওভারের প্রথম বলে ডিপ কাভারে ১ রান নিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ট ফিফটি। তাকে সঙ্গে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড বেড়ে দাড়িয়েছে ১০৯ রানে।
মাত্র ১৪ রানে ফিরলেন মমিনুল
সাদমান, মমিনুলের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ৬০ রান। থারিন্দু রত্নায়েকের ওভারে ১৪ রানে ফিরলেন মমিনুল। ক্রিজে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরপ্রান্তে সাদমানের ব্যক্তিগত সংগ্রহ ৪২ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২০ ওভারে ৬০/২।
আবারও ব্যর্থ এনামুল, সাজঘরে ফিরলেন ৪ রানে
দ্বিতীয় ইনিংসের মাত্র ১০ রানের লিডে ব্যাটিং এ নেমেছিল বাংলাদেশ। ১ম ইনিংসে ১০ বল খেলে শুন্য রানে ডাগআউটে ফেরেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ হলেন ডানহাতি এ ব্যাটার। দ্বিতীয় ইনিংসে দলীয় ২৪ রানেই মাত্র ৪ রানে প্রবাত জয়াসুরিয়ার করা ৮ম ওভারে আউট হলেন বিজয়। তিনে মাঠে নেমেছেন মমিনুল হক।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮ ওভারে ২৪/১।
৪৮৫ রানে অলআউট শ্রীলঙ্কা, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ
ইনিংসের ১৩১তম ওভারে নাইমের বোলে বোল্ড হলেন আসিতা ফার্নাণ্ডো। আর এ উইকেটের মাধ্যমে লঙ্কানরা তাদের ইনিংস শেষ করলো ৪৮৫ রানে। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট পেলেন এই অফ স্পিনার।
১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এ নেমেছেন সাদমান ইসলাম, এনামুল হকরা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫ (নিশাঙ্কা ১৮৭, কামিন্দু ৮৭, চান্ডিমাল ৫৪, ম্যাথুস ৩৯, মিলান ৩৯, উদারা ২৯, ধনঞ্জয়া ১৯, জয়াসুরিয়া ১১*; নাইম ৫/১২১, হাসান ৩/৭৪, মুমিনুল ১/২৮, তাইজুল ১৫৬/১)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৯৫
সকালেই জোড়া সাফল্য, এখন ভোগাচ্ছেন কামিন্দু
গল টেস্টের চতুর্থ দিনের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। দ্রুত সময়ের মধ্যে জোড়া সাফল্য এনে দিয়েছেন হাসান মাহমদু ও নাঈম হাসান। শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান নাঈম আর হাসানের শিকার হয়ে ফেরেন কুশল মেন্ডিস। তবে একপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন কামিন্দু মেন্ডিস।
মিলান রত্নায়েকে নিয়ে এর মধ্যে ৪৫ রানের জুটি গড়ে ফেলেছেন কামিন্দু। ব্যক্তিগত ফিফটিও পূর্ণ হয়েছে তারা। শ্রীলঙ্কা ৪০০ পেরিয়ে এগোচ্ছে লিডের দিকে। লিড পেতে হলে দ্রুতই কামিন্দুকে আউট করতে হবে বাংলাদেশের। ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৪৩১ রান। বাংলাদেশ এখনও এগিয়ে ৬৪ রানে।