খেলা
বোলারদের দিকে তাকিয়ে টেইট
স্পোর্টস রিপোর্টার, (গল) শ্রীলঙ্কা থেকে
২০ জুন ২০২৫, শুক্রবার
বাংলাদেশের ৪৯৫ টপকাতে শ্রীলঙ্কার প্রয়োজন মাত্র ১২৭ রান। আজ দিন শুরু করবেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিস। টাইগারদের বিপক্ষে নিজেদের শেষ টেস্টে দু’জনই সেঞ্চুরি করেছিলেন। শুধু কি তাই, তাদের পরে উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসও আছেন। গলের উইকেট এখনো ব্যাটারদেরই দখলে। সেটি ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে লিড নেয়া লঙ্কানদের সময়ের ব্যাপার। সেটি হলে গল টেস্টের নিয়ন্ত্রণ চলে যাবে স্বাগতিকদের হাতে। এমন পরিস্থিতিতে বোলারদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিই বা করার আছে! দলের পেস বোলিং কোচ শট টেইট তাই জানিয়ে গেলেন। দিন শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় উইকেট বেশ ভালো। এটা একই রকম রয়ে গেছে। খুব বেশি পরিবর্তন হয়নি। আজ ব্যাটিংয়ে ভালো দিন ছিল, আমরা তা দেখেছি। সম্ভবত তৃতীয় দিনে যতটা মানুষ ভেবেছিল, ততটা স্পিন হয়নি। সাধারণত গলে একটু বেশি টার্ন নিতে শুরু করে। এখনও কয়েকদিন বাকি আছে। টেস্ট ক্রিকেট খুব দ্রুত বদলে যেতে পারে। আরও কঠোর পরিশ্রম করতে হবে।’
পেস বোলারদের মধ্যে কেবল হাসান মাহমুদ দেখেছেন উইকেটের মুখ। ১২ ওভার বল করে ৪৯ রান খরচ করে তার শিকার এক উইকেট। তার এই শিকারটা বিশেষ বলতে হয়। টাইগার বোলারদের পাত্তা না দিয়ে প্রায় ডাবল সেঞ্চুরি করেই ফেলেছিলেন পাথুম নিশাঙ্কা। নতুন বল হাতে নিয়ে তাকে ১৮৭ রানে সাজঘরের পথ দেখান হাসান। বলতে গেলে এটাই তৃতীয় দিন শেষে বল হাতে বড় সাফল্যের সঙ্গে স্বস্তি। তবে পেস বোলিং কোচ খুব একটা আবেগী নন এই উইকেট নিয়ে। তিনি বলেন, ‘এটা তার কাজ। স্পিন অনেক ওভার সময় নেবে, তাই তার (মাহমুদের) কাজ হলো নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করা। মিডল স্টাম্পে আঘাত করা। এটা একটা ভালো বল ছিল। দিনের শেষে এই উইকেটে তোমাকে ছোট ছোট জয় তুলে নিতে হবে। এটা একটা ইতিবাচক দিক।’ অন্যদিকে দলের পেস আক্রমণে তরুণ ভরসা নাহিদ রানা হতাশই করেছেন। সারা দিনে ১৬ ওভার বল করে খরচ করেছেন ৮০ রান। বলার অপেক্ষা রাখে না তার বাজে বোলিংয়ে ধীরে ধীরে লঙ্কানরা প্রভাব বিস্তার করেছেন। পেসারদের বোলিং সন্তুষ্ট হওয়ার মতো নয়। কোচ টেইটও নন, তবে পাশে থাকলেন শিষ্যদের। শন টেইট বলেন, ‘এটা একটা ভালো ব্যাটিং উইকেট। আজ ফাস্ট বোলারদের জন্য কঠিন পরিস্থিতি ছিল। তারা কঠোর পরিশ্রম করেছে। তারা চেষ্টা করেছে। আমরা প্রথম নতুন বল দিয়ে আরও ভালো শুরু করতে পারতাম। আমরা সম্ভবত মিস করেছি। তারা এটা জানে। তুমি শুধু এটাই চাইতে পারো। তুমি ভিন্ন দিনে ভিন্ন উইকেটে বল করলে ভিন্ন ফলাফল পাবে। আমরা দুই দিন ব্যাটিং করেছি। এটা সেই ভালো ব্যাটিং উইকেটগুলির মধ্যে একটি।’
রানার ওপর আস্থা রাখতে চান কোচ। তিনি বলেন, ‘আমি জানি না, সামনে কে নতুন বল নেবে। ফাস্ট বোলিং কোচ হিসেবে এটি আমার প্রথম টেস্ট ম্যাচ। আমাদের দুজন ফাস্ট বোলার আছে। তাকে নতুন বল নিতে হবে। সে একেবারে ঠিক আছে (নতুন বল নিচ্ছে)। আমার মনে হয় এটি তার অষ্টম টেস্ট। ক্যারিয়ারের শুরুর দিকে। তার ওপর অনেক মনোযোগ এবং প্রত্যাশা রয়েছে। মিডিয়া এবং জনসাধারণের কাছ থেকে তার ওপর কিছুটা চাপ থাকে। একজন তরুণ সুপারস্টার হওয়ার অতিরিক্ত চাপের সঙ্গে আপনি কীভাবে মোকাবিলা করেন তাও জানতে হবে।’