ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তীতে নানা আয়োজন বিসিবি’র

স্পোর্টস রিপোর্টার
২০ জুন ২০২৫, শুক্রবার
mzamin

২০০০ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে অভিষেক হয় বাংলাদেশের। আগামী ২৬শে জুন টাইগারদের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই দিনটা স্মরণীয় করে রাখতে চায় চায় বিসিবি। টেস্টে স্ট্যাটাসের রজতজয়ন্তীতে ১০ দিনব্যাপী ক্রিকেট উৎসব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এ নিয়ে বোর্ড সভায় বসে বিসিবি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বড় অংশ ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর যাত্রার উদযাপন। দেশের আরও ছয়টি বিভাগ জুড়ে এই আয়োজন হবে। সাতটি বিভাগে হবে অনূর্ধ্ব-১২ বালক ও বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা। সাত দিনব্যাপী হবে সিক্স-এ-সাইড ম্যাচ। আগামী ২১শে জুন খুলনা অঞ্চল দিয়ে শুরু হবে এটি। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ বালক ও বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা হবে। পরের দিন একই আয়োজন হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ২৩শে জুন হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর পরের দিনই হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। (পূর্বের এম এ আজিজ স্টেডিয়াম)। 
২৫শে জুন শুরু হবে ঢাকা অঞ্চলে। সেটির আয়োজন হবে নারায়ণগঞ্জের রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এর মাঝে ২৬শে জুন থাকে সবচেয়ে বড় আয়োজন হবে হোম অফ ক্রিকেট্তমিরপুর শেরেবাংলায়। সেদিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গী হওয়া সাবেক ক্রিকেটারদের সম্মান জানাবে বিসিবি। এ ছাড়াও থাকছে আর্ট প্রতিযোগিতাসহ বিভিন্ন ফান গেম। অভিভাবকদের অংশগ্রহণমূলক সেশন, কুইজসহ সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এরপর একদিন বিরতি দিয়ে রংপুরে বালক-বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা হবে। যার ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। মেগা আয়োজনের শেষটা হবে ৩০শে জুন বরিশালে, যার ভেন্যুও এখনো নিশ্চিত করা হয়নি।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status