খেলা
নানার সূত্রে বাংলাদেশ দলে আসছেন জাইন হাকিম
স্পোর্টস রিপোর্টার
২০ জুন ২০২৫, শুক্রবার
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার জাইন মোহাম্মদ জুনাইদ হাকিমকে বাংলাদেশ দলের জার্সিতে খেলানোর চেষ্টা চলছে। এরই মধ্যে ২৬ বছর বয়সী জায়ান বাংলাদেশ দলে খেলার জন্য সম্মতি দিয়েছেন। সম্মতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট করার জন্য আনুষঙ্গিক কাগজপত্রও পাঠিয়েছেন তিনি।
জাইন সবশেষ ইংল্যান্ডের অষ্টম ডিভিশনের ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ১৮ গোল করেছেন। অ্যাসিস্ট রয়েছে ৭ টি। নতুন মৌসুমে তার সপ্তম ডিভিশনে খেলার কথা রয়েছে। নম্বর নাইন পজিশনে খেললেও জাইন লেফট উইং ও ব্যাকে খেলতে সিদ্ধহস্ত। জাইন হাকিমের নানা বাংলাদেশি, বাড়ি নোয়াখালী। সেই নানা বিয়ে করেছেন স্প্যানিশ এক নারীকে। জাইনের মা আবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় পরিণয়ে আবদ্ধ হয়েছেন। বাবার সূত্র ধরে ক্যারিবীয় দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে তিনটি ম্যাচও খেলেছেন জাইন হাকিম। তবে ফিফার নিয়মে থেকে বাংলাদেশি নানার সূত্র ধরে এখন জাইন লাল সবুজ জার্সিতে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। এখন শুরুতে তার জন্ম নিবন্ধন হবে। এরপর জাইনের ইংল্যান্ড ও বারমুডার ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেটের পর বাংলাদেশের পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও টিমস কমিটির কো চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘জাইন হাকিমের পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র আমরা হাতে পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রাজি।’
আসছে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে জাইন হাকিমকে আশা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশের পাসপোর্ট, ইংল্যান্ড এফএ, ক্লাব ও ফিফা থেকে ছাড়পত্র লাগবে। বাফুফে আশাবাদী দ্রুত সবকিছু হয়ে যাবে।