ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

হোঁচট খেয়ে যা বললেন রিয়ালের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, শুক্রবার
mzamin

রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর কোচ হিসেবে অভিষেকটা হলো ড্র দিয়ে। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লীগের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। দু’টি গোলই হয়েছে বিরতির আগে। বুধবার শেষ দিকে ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি মিস করলে হতাশা নিয়েই মাঠ ছাড়ে ইউরোপিয়ান শক্তিধর দলটি।
দু’দলের কোচেরই এটি ছিল নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচ। ইন্টার মিলানকে তিন বছরের মধ্যে দু’বার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে তোলা সিমোন ইনজাঘি ছিলেন আল হিলালের ডাগ আউটে। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অসুস্থতার জন্য খেলতে পারনেনি অল হোয়াইটদের ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচে ৫২ শতাংশ বল নিজেদের দখলে রাখা রিয়াল ১৯টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৭টি। বিপরীতে আল হিলালের ১৩টির মধ্যে লক্ষ্যে থাকে ২টি শট। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সৌদির আরবের ক্লাবটি। ১৯তম মিনিটে সালেম আল-দাওসারির ভলি থেকে ফিরতি বলে মার্কোস লিওনার্দোর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই ফের রিয়ালের রক্ষণ ভেঙে গোল করেন রেনান লেদি। তবে রেফারি সেটি বাতিল করেন অফসাইডের কারণে। প্রথমার্ধের কুলিং ব্রেকের পর যেন সতেজতা ফিরে পায় লস ব্লাঙ্কোসরা। ৩২তম মিনিটে রদ্রিগো গোয়েজের দূরপাল্লার একটি শট ক্রসবার ঘেঁষে বের হয়ে যায়। পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোলটি পায় রিয়াল। পাল্টা আক্রমণে রদ্রিগোর সঙ্গে উঠে দারুণ বোঝাপড়ায় নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন আক্রমণভাগে এমবাপ্পের জায়গায় সুযোগ পাওয়া গনসালো গার্সিয়া। মিনিট সাতেকের মধ্যে সমতায় ফেরে আল হিলাল। তাদের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সের ভেতর লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা রুবেন নেভেস। বিরতির পর মাঠে ফিরে আক্রমণের পসরা সাজালেও কাজের কাজটা করতে পারেনি সর্বোচ্চ ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। প্রথম মিনিটেই গোল পেতে পারতেন আর্দা গুলের, তাতে বাধ সাধে গোলবার। ৮৭তম মিনিটে সেই সুবর্ন সুযোগটি আসে রিয়ালের কাছে। হিলালের বক্সের ভেতর ফাউলের শিকার হন ফ্রান গার্সিয়া। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পর্যবেক্ষন করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের আগেভাগেই তুলে নেয়ায় স্পটকিক নিতে আসেন ভালভার্দে। ঝাঁপিয়ে পড়ে এই উরুগুইয়ান তারকার শট আটকে দেন গোলকিপার ইয়াসিন বুনু। ম্যাচ শেষে দলের প্রস্তুতির ঘাটতির প্রসঙ্গে টেনে রিয়ালের নতুন বস বলেন, ‘আমি জানতাম সময় লাগবে। কিছু জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। সেগুলো ঠিক করতেই হবে এবং আমরা সেই চেষ্টাই করে যাব। সবকিছুর জন্য সময় দরকার। আমাদের হাতে স্রেফ ৯ দিন ছিল, কিছু খেলোয়াড় তো মাত্র তিনবার অনুশীলন করতে পেরেছে।’
ফুটবলের তথ্য-উপাত্তভিত্তিক এক্স হ্যান্ডল ‘মিস্টারচিপের’ সূত্রমতে, নিজেদের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রতিযোগিতামূলক ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কোনো এশিয়ান প্রতিপক্ষকে হারাতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। আগেরটি ২০১৬তে, ক্লাব বিশ্বকাপের ফাইনালে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে সেবার অতিরিক্ত সময়ে জিতে অল হোয়াইটরা। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status