ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

আবারও জার্সি বিক্রির শীর্ষে মেসি, তালিকায় আছেন বাংলাদেশি বংশোদ্ভূতও

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

mzamin

লিওনেল মেসি যেন যুক্তরাষ্ট্রের ফুটবলে অর্থনৈতিক বিপ্লব করছেন। ২০২৩ সালের মাঝামাঝিতে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। এরপর দেশটির অর্থনীতি আমূল বদলে গেছে। মেসির প্রভাবে বেড়েছে টিকিট টিকিট বিক্রি। আর স্বাভাবিকভাবেই মেসির জার্সিও বিক্রির শীর্ষে। এমএলএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী টানা তিন মৌসুম আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই তালিকায় শীর্ষ বিশে আছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ও।

এমএলএস কর্তৃপক্ষ জানায়, ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত লীগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। চলতি মৌসুমে মেসির পর সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে তার সতীর্থ লুইস সুয়ারেজের। এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিং করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিকস।  

শীর্ষ বিশে বংশোদ্ভূত ফুটবলারও আছেন, কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৫ বয়সী এই মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় ১৮তম। এমনকি ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও বর্তমানে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা অলিভিয়ের জিরুর (১৯) চেয়েও তার জার্সি বেশি বিক্রি হয়েছে। সবচেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে কাভানের জার্সিই সমর্থকেরা বেশি কিনেছেন।

চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে থাকা ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্সের চারজন করে মোট আট ফুটবলারের নাম আছে শীর্ষ ২৫–এর তালিকায়। সব মিলিয়ে ১২টি ক্লাবের ফুটবলার শীর্ষ ২৫–এ আছেন। এমএলএস এক বিবৃতিতে জানায়, ‘মেজর লিগ সকার–ভক্তদের মন জয় করেই চলেছেন মেসি। টানা তৃতীয় মৌসুমে এমএলএস জার্সির সর্বাধিক বিক্রীত তালিকায় তিনি শীর্ষে।’
 


 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status