ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

তৃতীয় দিন শেষে ১২৭ রানে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন

mzamin

গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। এখনও ১২৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। 

জমে যাওয়া নিশাঙ্কার উইকেট উপড়ে ফেললেন হাসান 

শুরু থেকে বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখানো পাথুম নিশাঙ্কা এগোচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। দিনের শেষদিকে নতুন বল হাতেই পেয়েই এই লঙ্কান ওপেনারের উইকেট উপড়ে ফেললেন হাসান মাহমুদ। ১৮৭ রানে ফিরলেন নিশাঙ্কা। ৩৩১ রানে চতুর্থ উইকেট হারালো লঙ্কানরা। 

ম্যাথিউজকে ফেরালেন মুমিনুল 

বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরালেন মুমিনুল হক। ৩৯ রান করে ফেরেন লঙ্কানদের সাবেক অধিনায়ক। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলে আরও বড় কিছুর দিকে এগোচ্ছেন নিশাঙ্কা। ২৯৩ রানে তৃতীয় উইকেট হারালো শ্রীলঙ্কা। 

চালকের আসনে শ্রীলঙ্কা, চা বিরতি

দ্বিতীয় সেশনে ১১৩ রানে স্রেফ ১ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্যক্তিগত ১২৬ রানে এখনও অপরাজিত ওপেনার পাথুম নিশাঙ্কা। আরেক প্রান্তে আছেন বিদায়ী টেস্টে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস (২১*)। লাল বলের শেষ ম্যাচটি খেলতে নামার আগে দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার দেন টাইগার ক্রিকেটাররা। ৬০ ওভারে লঙ্কানদের রান ২ উইকেটে ২৩৩, বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পিছিয়ে ২৬২ রানে।

 

চান্ডিমালকে থামালেন নাঈম

ব্যক্তিগত ৫৪ রানে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে দিনেশ চান্ডিমালকে সাজঘরে ফিরিয়েছেন নাঈম হাসান। ভাঙলো দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটার বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৫১.১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২০৪।

 

চান্ডিমালের ফিফটি, জুটিতে দেড়শ’

টেস্টে ৩৩তম ফিফটি তুলে নিলেন দিনেশ চান্ডিমাল, বাংলাদেশের বিপক্ষে পঞ্চম। দ্বিতীয় উইকেটে নিশাঙ্কা (১১৫*) আর চান্ডিমালের (৫১*) জুটি থেকে এসেছে ১৫১ রান। ৪৬.২ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৯৮।

 

নিশাঙ্কার সেঞ্চুরি, ফিফটির অপেক্ষা চান্ডিমালের

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন পাথুম নিশাঙ্কা। ব্যক্তিগত ৪৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্ডিমাল। ৪৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৭৮।

 

নিশাঙ্কার ব্যাটে এগোচ্ছে লঙ্কানরা

লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৯৪ বলে তার সংগ্রহ ৫২ রান। অপর উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্ডিমাল (২৯*)। ৩১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১১৩।

 

দলীয় শতকের পর লাঞ্চে শ্রীলঙ্কা

দ্বিতীয় উইকেটেও বড় হচ্ছে জুটি। ওপেনার পাথুম নিশাঙ্কা ও তিনে নামা দিনেশ চান্ডিমালের জুটি থেকে এসেছে ৫৩ রান। ব্যক্তিগত ফিফটি থেকে স্রেফ চার রান দূরে নিশাঙ্কা, চান্ডিমাল যোগ করেছেন ২২ রান। ২৭ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১০০ রান।

 

ফিফটির আগে ভাঙলো শ্রীলঙ্কার প্রথম জুটি

প্রথম উইকেটের জুটিতে শুরুটা দুর্দান্ত করে শ্রীলঙ্কা। ওয়ানডে ইনিংস খেলে ১২.১ ওভারেই দলের খাতায় ৪৭ রান যোগ করেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। দ্বাদশ ওভারের প্রথম ডেলিভারিতে তাইজুল ইসলামে বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন উদারা (২৯)। নতুন ব্যাটার দিনেশ চান্ডিমাল।

 

৪৯৫ রানে প্রথম ইনিংস শেষ বাংলাদেশের

সাজঘরে ফিরলেন নাহিদ রানা (০)। সেই সঙ্গে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৪৯৫। 

 

এক উইকেট নিয়ে ৫০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

গল টেস্টের দ্বিতীয় দিনটা গতকাল বাংলাদেশ শেষ করে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান দিয়ে। শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। শেষ উইকেটে জুটি বেঁধেছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। আজ ব্যাটিংয়ে নেমে এক সাত রান যোগ করেছেন হাসান মাহমুদ। ১৫৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৯৫।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status