খেলা
সিঙ্গাপুরে আরচারির পদক হাতছাড়া বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
সিঙ্গাপুরে এশিয়ান আরচারি স্টেজ-২ টুর্নামেন্টে রিকার্ভ এককে আব্দুর রহমান আলিফ ফাইনালে উঠেছেন। তবে গতকাল রিকার্ভ ও কম্পাউন্ড দলীয় ইভেন্টের খেলা হয়েছে। বাংলাদেশ কম্পাউন্ড মহিলা ও রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ লড়াইয়ে হেরে গেছে। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ দলে খেলেছেন বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার। ব্রোঞ্জের লড়াইয়ে তারা কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ পয়েন্টে হারেন।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষ হেরেছে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে। ব্রোঞ্জের লড়াইয়ের মতো সেমিফাইনালেও বাংলাদেশ প্রথম তিন সেটেই হেরেছিল। চতুর্থ সেট জিতলেও আর ম্যাচ জেতা সম্ভব হয়নি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ চাইনিজ তাইপের কাছে প্রথম সেট ৫২-৫৬ পয়েন্টে হারে। দ্বিতীয় সেট ৫৩-৫৩ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেট বাংলাদেশ ৫৬-৫৩ পয়েন্টে জিতলে দুই দলের সমান ৩-৩ সেট পয়েন্ট হয়। রিকার্ভ দলীয় ইভেন্ট চার সেটের খেলা। শেষ সেটটি তাই পদক নির্ধারণী ছিল। শেষ সেটে বাংলাদেশের তিন রিকার্ভ আরচার আলিফ, রাকিব ও রাম কৃষ্ণ ৬০ এর মধ্যে ৫২ স্কোর করেন। সেখানে চাইনিজ তাইপের আর্চাররা ৫৬ স্কোর করে সেটের পাশাপাশি ব্রোঞ্জও জেতেন। সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। চার সেটের খেলা শেষ হয় এক সেট আগেই। ভারত ৫-১ সেট পয়েন্টে ফাইনালে ওঠে। গতকাল দিনের সবচেয়ে বড় হতাশার জন্ম দিয়েছেন কম্পাউন্ড পুরুষ দলগত আর্চাররা। এলিমিনেশন রাউন্ডের শুরুতেই তারা বিদায়। ভুটানের আর্চারদের বিপক্ষে ২২২-২১৮ পয়েন্টে হারে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ দলে ছিলেন হিমু বাছাড়, রাকিব নাওয়াজ আহমেদ ও সোহেল রানা। আজ বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ডে মিশ্র বিভাগে খেলবে। আগামীকাল রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে আলিফ স্বর্ণ ও কম্পাউন্ডে হিমু বাছাড় ব্রোঞ্জের জন্য লড়বেন।