খেলা
শেষ পর্যন্ত বার্সেলোনায় পাড়ি জমালেন গার্সিয়া
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ৭:০৪ অপরাহ্ন

আনুষ্ঠানিকভাবে এস্পানিওল ছাড়ার ঘোষণা দেয়ার পর বার্সেলোনার হয়েই নাম লেখালেন হোয়ান গার্সিয়া। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ৯ বছরের প্রিয় ঠিকানা ছাড়ার ঘোষণা দেন তিনি। আর একটি আনুষ্ঠানিক বিবৃতিতে একই দিনে তাকে ছয় বছরের জন্য নিজেদের করে নেয়ার কথা জানায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
নিজের বিদায়ী বার্তায় এই ২৪ বছর বয়সী গোলকিপার লেখেন, ‘এই ক্লাবকে আমি আজ বিদায় জানাচ্ছি, যেখানে আমি ১৫ বছর বয়স থেকে আছি। সর্বদা নম্রতা, প্রচেষ্টা ও রিয়াল এস্পানিওলের লক্ষ্য অর্জনের গর্ব নিয়ে এই পুরোটা সময়, প্রতিদিন আমি একজন খেলোয়াড় ও একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার চেষ্টা করেছি।’ তিনি যোগ করেন, ‘দলের সাহায্যে আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি, এর প্রতি সর্বোচ্চ নিবেদন দিয়ে এবং এই জার্সি গায়ে জড়িয়ে সব প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি।’
নিজেদের বিবৃতিতে বার্সা জানিয়েছে, আগামী শুক্রবার ২০৩১-এর ৩০শে জুন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করবেন গার্সিয়া। গেল মৌসুমের শেষদিক থেকেই গার্সিয়ার বার্সার যোগ দেয়ার গুঞ্জন শোনা যায়। এর আগে দলের মেইন গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগানের চোটের কারণে জরুরি ভিত্তিতে অবসরে যাওয়া ভয়চেক সেজনিকে দলে টানে কাতালান ক্লাবটি।