ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ইতালিয়ান কিংবদন্তির সঙ্গে দেখা, উচ্ছ্বাসে ভাসছেন মেসি

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ৫:০৪ অপরাহ্ন

mzamin

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল পোর্তোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ তুলনামূলক শক্তিধর ক্লাবটির সঙ্গে লড়াইয়ের আগে রবার্তো ব্যাজিওর সঙ্গে দেখা হয়ে গেলো লিওনেল মেসির। ইতালিয়ান কিংবদন্তি ফরোয়ার্ডের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মায়ামি অধিনায়ক মেসি। উপহারস্বরূপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই অধিনায়কের হাতে নিজের জাতীয় দলের একটি জার্সিও তুলে দিয়েছেন ব্যাজিও। 
আগের সেই বিখ্যাত ‘ডিভাইন পনিটেইল’ আর নেই। মাথার পেছনে ঝুটির জায়গায় শোভা পাচ্ছে ছোট ছোট সাদা কোঁকড়ানো চুল। তবে মুখের হাসিটা এখনও রয়েছে অমলিন। ফুটবল ভক্তদের রবার্তো ব্যাজিওর নামটা খুব ভালোভাবে স্মরণে থাকার কথা। ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচে ব্যাজিওর সেই পেনাল্টি মিস এখনও চোখে ভাসে ভক্তদের। তার কোমরে হাত দিয়ে বিষাদের মহাসমুদ্রে ডুবে যাওয়া সেই আইকনিক ছবিটি এখনও পরিচিত ‘দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং’ নামে। ব্যাজিও যেখানে ট্রাজেডির মুখে পড়েছিলেন, সেই আমেরিকাতেই তার সঙ্গে সাক্ষাৎ হলো মেসির। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসিকে উপহার দেয়া নিজের স্বাক্ষরকৃত জার্সিটি সেই ১৯৯৪ বিশ্বকাপের। জার্সিটি হাতে নিয়ে ৫৮ বছর বয়সী ব্যাজিওর পাশে দাঁড়ানোর ছবিটি মঙ্গলবার ইনস্টাগ্রামে আপলোড করে মেসি লিখেছেন, ‘কী সুন্দর ছবি! এই বিশেষ ও অর্থপূর্ণ উপহার এবং দারুণ সব কথার জন্য ধন্যবাদ রবার্তো। আপনি ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তি। আপনি যখন আমার সঙ্গে দেখা করতে চান, তখন আপনাকে স্বাগত জানাতে পারাটা সব সময় আনন্দের।’ সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অর জয়ীর সেই পোস্টে ব্যাজিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়, ‘বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে পারাটা সম্মানের ও আনন্দের।’ বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি ও ব্যাজিওর সাক্ষাৎ হয়েছে মায়ামির ড্রেসিংরুমে। পোর্তোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সারছিলেন আমেরিকান মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটি। ব্যাজিও যে দেখা করতে আসছেন, সেটি জানতেন না মেসি। তাই খানিকটা চমকে গেলেও তাকে বরন করতে দেরি করেননি মায়ামি ফরোয়ার্ড। 
১৯৯৩-এর ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ী ইতালির সাবেক ফরোয়ার্ড ব্যাজিও দেশের হয়ে ৫৬ ম্যাচে গোল করেছেন ২৭টি। স্বদেশি ক্লাব জুভেন্টাস ও এসি মিলানের হয়ে জিতেছেন সিরি আ। ওল্ড লেডিদের হয়ে তৎকালীন উয়েফা কাপও (ইউরোপা লীগ) জিতেছেন তিনি। তিনটি আলাদা বিশ্বকাপে গোল করা একমাত্র ইতালিয়ানের তকমা নিয়েই স্বপরিবারে আমেরিকাতে অবস্থান করছেন ব্যাজিও, উদ্দেশ্য ক্লাব বিশ্বকাপ উপভোগ করা। সোমবার বোকা জুনিয়র্সের উদ্বোধনী ম্যাচে নিজের মেয়েকে নিয়ে আর্জেন্টাইন ক্লাবটির হয়ে গলা ফাটাতে দেখা গেছে তাকে। বাবা-মে দু’জনই যে মেসির স্বদেশি ক্লাবটির ভক্ত।  

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status