ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

৩০ বছর বয়সী মডেলের প্রেমে মজেছেন ১৭ বছরের ইয়ামাল!

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ৪:১৬ অপরাহ্ন

mzamin

ফুটবলের নতুন যুগের নতুন এক সম্ভাবনার নাম লামিন ইয়ামাল। গেলো মৌসুমের বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলে অনেকবার শিরোনাম হয়েছেন এই স্প্যানিশ তরুন তুর্কি। তবে এবার তিনি শিরোনামে এসেছেন অন্য কারণে। স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র দাবি, ১৩ বছরের বড় প্রেমিকা স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজের সঙ্গে প্রেমে মজেছেন ইয়ামাল! 
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলছে না ক্লাব বিশ্বকাপে। তাই ব্যস্ত মৌসুম শেষ করে লম্বা ছুটি কাটাচ্ছেন ১৭ বছর বয়সী ইয়ামাল। ছুটি কাটাতে সবার আগে তিনি উড়ে যান ইতালিতে। সম্প্রতি সেখানকার এক রিসোর্টে সুইমিংপুলের পাশে বিশ্রাম নেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি। আরও কয়েকটি ছবি আপলোডের কয়েকদিন পর একই জায়গায় ফাতি ভাজকেজও সুইমিংপুলের পাশে ও জলাশয়ে ঘোরার ছবি পোস্ট করেন একই মাধ্যমে। দু’জনের আপলোড করা আলাদা আলাদা ছবিগুলো যাচাই করে মুন্দো দেপোর্তিভো নিশ্চিত হয় যে, একই জায়গায় অবস্থান করছেন দু’জন। সংবাদপ্রত্রটির দাবি, নিজের চেয়ে ১৩ বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইয়ামাল। অন্যদিকে মঙ্গলবার রাতে স্প্যানিশ সাময়িকী ‘লেকচারাস’ তো উপস্থিত হয়েছে জ্বলজ্যান্ত প্রমাণ নিয়েই। তাদের কভারে শোভা পেয়েছে ইয়ামাল ও ফাতির একত্রে অবকাশ যাপনের ছবি। নিজেদের ওয়েবসাইটে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও করেছে সংবাদমাধ্যমটি। ছবিটিতে দেখা যায়, একসঙ্গে একটি স্পিড বোটে রয়েছেন দু’জন, যার চালকের আসনে ইয়ামাল আর পেছনে তাকে জড়িয়ে ধরে রেখেছেন ফাতি। অন্যদিকে আরেক ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস দাবি করেছেন ঘটনাচক্রেই দুজন একসঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, ‘তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এছাড়া সেখানে শুধু তারা দুজন নন, আরও অনেকে ছিলেন।’
এদিকে প্রেমের সম্পর্কের খবর চাউর হবার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ফাতি। তিনি বলেন, ‘এটি দুঃখজনক। কিছু মানুষের ভেতরটা এতটাই কালো যে তারা এমন একজনের মৃত্যু কামনা করে, যাকে তারা চেনেই না। যারা আমার ক্ষতি চায়, আমি তাদের আরোগ্য কামনা করি। কেননা, তারা সুস্থ হয়ে থাকলে অন্য কারও ধ্বংস কামনা করতে পারত না।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status