খেলা
বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরিতে চীনের সঙ্গে চুক্তি
স্পোর্টস রিপোর্টার
১৭ জুন ২০২৫, মঙ্গলবার
১৪ই জুন চীনের উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতাল থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেএসপিতে আসে। বিকেএসপিতে ১টি রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রতিনিধি দলের সঙ্গে বিকেএসপি’র পক্ষে চুক্তি (গঙট) স্বাক্ষর করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এই রিহ্যাবিলিটেশন সেন্টারে চাইনিজ হার্বাল মেডিসিন, মডার্ন মেডিসিন এবং অন্যান্য চিকিৎসা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলেটেড হাসপাতাল বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি এক্সপার্ট দল পাঠাবে এবং পরবর্তীতে বিকেএসপির চিকিৎসকরাও চীনে রিহ্যাবিলিটেশনের ওপর প্রশিক্ষণ নিতে পারবে। এই চুক্তির ফলে বিকেএসপি’র প্রশিক্ষণার্থীরা খেলতে গিয়ে আঘাত প্রাপ্ত হলে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।