ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

যে কারণে ৬ মাসেই পাকিস্তানের দায়িত্ব ছাড়েন কারস্টেন

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, মঙ্গলবার

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচের পদ থেকে পদত্যাগ করার পর থেকে চুপ ছিলেন গ্যারি কারস্টেন। দুই বছরের চুক্তিতে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ৬ মাস যেতেই পদত্যাগ করেন। লাল বলের কোচ জেসন গিলেস্পিও পাকিস্তানে টিকতে পারেননি। গত ডিসেম্বরে চাকরি ছাড়ার পর দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে একগাদা অভিযোগ আনেন এই অস্ট্রেলিয়ান। তবে কারস্টেন এতদিন চুপই ছিলেন। এবার মুখ খুলেছেন তিনি। কারস্টেন হঠাৎ কেন দায়িত্ব ছেড়েছিলেন, তা নিয়ে নানাজনে নানা রকম কথা বলেছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন ৫৭ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান। সমপ্রতি উইজডেন ক্রিকেট প্যাট্রিয়ন পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেনো মাত্র ৬ মাসেই বাবর-রিজওয়ানদের দায়িত্ব ছেড়েছিলেন। নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ার পর দল নির্বাচনপ্রক্রিয়া থেকে গিলেস্পিুকারস্টেন দুজনকেই সরিয়ে দেয় পিসিবি। লাল দলের কোচ গিলেস্পি বিস্ময় ও হতাশা প্রকাশ করলেও কারস্টেন তখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে তিনি জানালেন, তিনিও ভীষণ অসন্তুষ্ট ছিলেন। কারস্টেন বলেন, ‘কয়েকটা মাস খুব অস্থির ছিল। আমি দ্রুতই বুঝতে পেরেছিলাম পাকিস্তানের কোচ হিসেবে আমার খুব বেশি প্রভাব থাকবে না। যখন আমাকে দল নির্বাচনপ্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হলো এবং (নিজের পছন্দ অনুযায়ী) দল গঠন করতে পারলাম না, তখন কোচ হিসেবে দলের ওপর ইতিবাচক প্রভাব রাখা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।’ সমপ্রতি আকিবকে সরিয়ে মাইক হেসনকে সাদা বলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি। হেসন প্রথম অ্যাসাইনমেন্টেই সফল হয়েছেন। সমপ্রতি নিজেদের মাঠে টিুটোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান।

সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা আগের তুলনায় ভালো। প্রস্তাব পেলে কারস্টেন আবারও পাকিস্তান দলকে কোচিং করাতে চান। তবে সে ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল যদি আমাকে আবার পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়, আমি যাব। তবে আমি খেলোয়াড়দের পক্ষে কাজ করতে চাই এবং সঠিক পরিস্থিতিতে যেতে চাই।’

কারস্টেন আরও বলেন, ‘ক্রিকেট দলগুলোকে অবশ্যই ক্রিকেটের লোকদের দিয়ে চালাতে হবে। যখন সেটা হয় না এবং যখন বাইরে থেকে প্রচুর কথা হয়, তখন দলের নেতৃত্বে থাকাদের পক্ষে যাত্রাটা খুব কঠিন হয়ে পড়ে। অন্য এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে আমি এখন অনেক বয়স্ক মানুষ। আমি শুধু একটি ক্রিকেট দলকে কোচিং করাতে চাই, খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। আমি পাকিস্তানের খেলোয়াড়দের পছন্দ করি, তারা ছেলে হিসেবে দারুণ। কিন্তু তাদের সঙ্গে বেশি দিন কাজ করতে পারিনি।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status