ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

পিএসজি’র কাছে হারে সিমিওনের ‘অজুহাত’

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, মঙ্গলবার
mzamin

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দেখালো, কেন ইউরোপের সেরা দলের তকমা তাদের। রোববার উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপাজয়ী ফরাসি জায়ান্টরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে। ক্লাব বিশ্বকাপে নিজেদের আক্রমণভাগের মেইনম্যান উসমান দেম্বেলেকে ছাড়াই দুর্দান্ত শুরু করেছে পিএসজি। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে টুর্নামেন্টের পুরনো আর নতুন সংস্করণ মিলিয়ে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিযোগিতায় দু’দলের মধ্যকার প্রথম এই মহারণ দেখতে এদিন মাঠে উপস্থিত ছিল রেকর্ড ৮০,৬১৯ দর্শক। তবে এই হাইভোল্টেজ ম্যাচটি হলো একপেশেই। গোলের দিকে ১৬টি শটের মধ্যে পিএসজি লক্ষ্যেই রাখে ১১টি। বিপরীতে ৫টির মধ্যে স্প্যানিশ জায়ান্টরা স্রেফ ১টি শট জালের দিকে রাখতে পারে। ম্যাচজুড়ে বল দখলে ৭৫ শতাংশ এগিয়ে থাকা প্যারিসিয়ানরা ১৯তম মিনিটে এগিয়ে যায় ফাবিয়ান রুইসের গোলে। পিছিয়ে পড়ার পর কিছুটা প্রতিউত্তর দিতে শুরু করে অ্যাটলেটিকো, তবে পিএসজির হাই প্রেসিং ফুটবলে নিজেদের অর্ধ থেকেই বের হতে খেই হারাচ্ছিল দিয়েগো সিমিওনের দল। বিরতির বাঁশি বাজার শেষ মিনিটে দলের হয়ে একমাত্র লক্ষ্যে রাখা রদ্রিগো ডি পলের শটটি সহজেই লুফে নেন পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। সেখান থেকেই যোগ করা প্রথম মিনিটে পাল্টা-আক্রমণে দলের দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। মাঠে ফিরে কিছু মিনিট পর দ্রুত আক্রমণে গিয়ে একবার জালে বলও পাঠান অ্যাটলেটিকোর হুলিয়ান আলভারেজ। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) দেখা যায়, পজিশন নেয়ার সময় দিজিরে দুয়েকে ফাউল করে বসেন স্প্যানিশ জায়ান্টদের কোকে। পরে গোলটি বাতিল করেন রেফারি। ৭৮তম মিনিটে সময়টা আরও কঠিন হয়ে ওঠে অ্যাটলেটিকোর জন্য। রেফারির এক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ক্লেমো লংলে। 
কিছুটা  ব্যবধান কমানোর সুযোগ পান গত মাসে স্প্যানিশ লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের মালিক বনে যাওয়া আলেক্সান্ডার সরলথ। তবে ছয় গজ বক্সের মুখে ফাঁকা গোলপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন এই এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সেনি মাউলু। প্রতিপক্ষের ভুলে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ১৯ বছর বয়সী মিডফিল্ডার। আর যোগ করা সপ্তম মিনিটে পেনাল্টি থেকে দলের চতুর্থ ও শেষ গোলটি করেন লি কাং-ইন। ম্যাচ শেষে অ্যাটলেটিকো বস সিমিওনে বলেন, ‘পিএসজি একটি দুর্দান্ত দল। তাদের লেফট উইংয়ে সমস্যা ছিল, সেজন্য লুইস (এনরিকে) জানুয়ারিতে ৭০ মিলিয়ন ইউরোতে (খিচা) কাভারেৎস্কেলিয়াকে কিনেছে।’ আর্জেন্টাইন এই কোচ যোগ করেন, ‘প্রথম অর্ধে যেমন খেলার কথা ছিল , আমরা তেমন খেলতে পারিনি। তারা একটি দুর্দান্ত ম্যাচ খেলেছে। নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার মতো একটি ম্যাচ খেলেছে তারা।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status