শেষের পাতা
সেই শিক্ষিকাকে কারণ দর্শাতে নোটিশ
নাটোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, বুধবার
নাটোরে আলোচিত কলেজ শিক্ষিকা ও চিকিৎসক ডা. আমিনুল ইসলাম লিপনের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় শিক্ষিকাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নাটোর সিটি কলেজের সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরিত ওই নোটিশটি প্রথমে কলেজের পিয়ন মারফত পাঠালেও তিনি তা রিসিভ না করায় ডাকযোগে পাঠানো হয়েছে। গতকাল সকালে কলেজের একজন ল্যাব এসিস্ট্যান্ট ও অফিস সহায়ক শহরের উত্তর বড়গাছায় সমাজকর্ম বিভাগের প্রভাষক ওই শিক্ষিকার বাসভবনে সরাসরি নোটিশ নিয়ে যান। এ সময় তারা বাসায় নক করলে দরজা না খুলে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। পরিচয় পেয়ে তিনি আর দরজা খোলেননি। এমনকি নোটিশও গ্রহণ করেননি। পরে তারা কিছুক্ষণ অপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চলে আসেন। এরপর ওই নোটিশ ডাকযোগে ও শিক্ষিকার ব্যক্তিগত ই-মেইলে পাঠিয়ে দেয়া হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনার চাকরি বিধি লঙ্ঘন ও পেশাগত অসদাচরণ বিষয়ে ১৩ই আগস্ট কলেজের গভর্নিং বডির সভায় আলোচনা হয়। আপনার বিরুদ্ধে প্রাপ্ত দু’টি অভিযোগপত্রের সঙ্গে প্রেরিত পেন ড্রাইভে থাকা চিকিৎসক আমিনুল ইসলাম লিপনের সঙ্গে আপনার ৪০ মিনিটের পর্ন ভিডিও ও ছবি অভিযোগের সত্যতা প্রমাণ করে।
এ ছাড়া আপনার সঙ্গে ওই চিকিৎসকের অনৈতিক যৌনাচারে লিপ্ত হওয়ার সংবাদ ১১ই আগস্ট দৈনিক মানবজমিনের প্রথম পৃষ্ঠায়সহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা, টিভি ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।