ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ডাচ ভার্সন এখন ই-বুকে

কূটনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৯:৩৪ অপরাহ্ন

mzamin

বর্ষীয়ান ডাচ রাজনীতিক ও সমতন্ত্রী নেতা ইয়ান প্রংক দ্য হিউম্যানিটি হাব-এ নেদারল্যান্ড ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক স্মরণ সভায় ৭০ দশকে বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্বের উপর আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর সাথে তার আলাপচারিতা স্মরণ করেন। তিনি দুই মেয়াদে নেদারল্যান্ডে উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী ছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের পক্ষে নেদারল্যান্ড ও সার্বিকভাবে ইউরোপ থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা প্রবাহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দ্য হেগ এর বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, এ সভায় তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ডাচ সংস্করনের ই-ভার্সন ১৪৬টি ই-বুক সাইট বা মার্কেট প্লেসে অবমুক্ত করেন। ফলে আজ থেকে দুনিয়ার যে কোন প্রান্তে ডাচ ভাষাভাষী মানুষ স্বল্পমূল্যে ডাচ সংস্করনটি কিনতে পারবে। ২০২১ সালে মূল ডাচ সংস্করনটি  উন্মুক্ত করার পর বাংলাদেশ দূতাবাস এই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নেয়। এর ফলে বঙ্গবন্ধুর বইটির যে কোনো সংস্করনের এটিই একমাত্র ডিজিটাল ভার্সন হিসেবে পাওয়া যাবে। বইটির ই-ভার্সন উদ্বোধন উপলক্ষে অনুদিত ডাচ বইটির বিশেষ অংশ থেকে চারটি পডকাস্ট সকলের জন্য উন্মুক্ত করা হয়, যা দূতাবাসের ওয়েব সাইটে বিদ্যমান।

বিজ্ঞাপন
অনুষ্ঠানের সমাপনীতে অভ্যাগত অতিথি ডাচ অতিথি, রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সামনে ‘হাসিনা-ডটার্স টেল’ প্রদর্শন করা হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status