খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন পুরান
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন

স্রেফ ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এমনিতেই বেছে বেছে সিরিজ খেলতেন এই বিধ্বংসী ব্যাটার। সোমবার রাতে সেই অধ্যায়েরও ইতি টেনেছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
এ নিয়ে কেবল দিন দশেকের মধ্যেই তিন মারকুটে ব্যাটার বিদায় জানিয়েছেন ক্রিকেটের ভিন্ন সংস্করণকে। ওয়ানডেকে বিদায় বলে দেয়া অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বয়স ৩৬ বছর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের বয়স তবু ৩৩ হয়েছে। আর পুরান যখন ক্লাসেনের পথেই হাঁটলেন, তখন তিনি ত্রিশ বছর বয়সেও পা দেন নি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিদায়ী ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা ও প্রতিবার মাঠে নামলে নিজের সবটুকু উজাড় করে দেয়া.. এসব আমারে কাছে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা কঠিন। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়া আমার জীবনের অসাধারণ এক গৌরব, যা আমি হৃদয়ে আজীবন ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।’
পরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) নিজেদের বিবৃতিতে বলে, ‘আনুষ্ঠানিকভাবে নিকোলাস তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন, যা তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। বিশ্বমানের একজন খেলোয়াড় ও ম্যাচের মোড় ঘোরানো তারকা হিসেবে নিকোলাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ (১০৬) খেলা এবং সর্বোচ্চ রানের মালিক (২২৭৫) হিসেবে বিদায় নিচ্ছেন। মাঠে তার পারফর্মেন্স ও দলের ভেতরে তার প্রভাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে।’
২০১৯-এ অভিষেকের পর এখন পর্যন্ত পুরান ওয়ানডে খেলেছেন ৬১টি। প্রায় ১০০ স্ট্রাইক রেটে ৩৯.৬৬ গড়ে তার মোট রান ১৯৮৩। সেঞ্চুরি রয়েছে ৩টি ও ফিফটি ১টি। মূলত উইকেটকিপার-ব্যাটার হলেও মাঝেমধ্যে দলের প্রয়োজনে হাতও ঘুরিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে আছে ৬ উইকেটও। অন্যদিকে টেস্ট ক্রিকেট থেকে সবসবময় দূরেই ছিলেন এই বাঁহাতি ব্যাটার। তিনি প্রথম শ্রেনির ম্যাচই খেলেছেন কেবল ৫টি। আর অকালে থেমে গেলেও ক্যারিবিয়ানদের সফলতম টি-টোয়েন্টি ব্যাটার তিনিই। ১০৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩৬.৩৯ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ২২৭৫ রান। ফিফটি ১৩টি, সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৮। ছক্কা হাঁকিয়েছেন ১৪৯টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, রান, ছক্কা, সব রেকর্ডই পুরানের।