ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

দিল্লিতে তৈরি হচ্ছে ই-ওয়েস্ট ইকো পার্ক

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ভারতের প্রথম ই-বর্জ্য ইকো পার্ক চালু করার মাধ্যমে রাজধানী দিল্লি একটি সবুজ ভবিষ্যতের দিকে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। এই উদ্ভাবনী প্রকল্পের লক্ষ্য হল দেশের ইলেকট্রনিক বর্জ্য মোকাবিলার পদ্ধতিতে বিপ্লব আনা, একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জকে টেকসই প্রবৃদ্ধির সুযোগে রূপান্তরিত করা। দিল্লির হলম্বি কালানে ১১.৪ একর জায়গার ওপর ১৫০ কোটি টাকা বিনিয়োগে এই ই-ওয়েস্ট পার্ক তৈরি করা হবে। এই ই-ওয়েস্ট পার্কে বছরে প্রায় ৫১ হাজার মেট্রিক টন ই-বর্জ্য প্রক্রিয়াকরণ করা হবে। ২০২২ সালে ভারত সরকারের নিয়ম অনুযায়ী, ১০৬ ধরণের ই-বর্জ্য নিয়ে কাজ করা হবে এই পার্কে। এর ফলে বছরে আনুমানিক ৩৫০ কোটি টাকা আয় হবে বলে মনে করা হচ্ছে।  

পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, আর যেখানে-সেখানে ই-বর্জ্য ফেলা যাবে না। তিনি বলেন, ‘এই প্রকল্পের ফলে শুধু ই-বর্জ্য প্রক্রিয়াকরণই নয়। এর  ফলে কর্মসংস্থান তৈরি হবে।’ জানা গেছে, দেড় বছরের মধ্যে এই ইকো পার্ক তৈরি হয়ে যাবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। খুব তাড়াতাড়ি ট্রেন্ডার ডেকে প্রকল্পের বরাত দেয়া হবে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ই-বর্জ্য উৎপাদনকারী দেশ। প্রতি বছর ১.৬ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি ই-বর্জ্য উৎপাদিত হয় দেশে। মোট বর্জ্যের প্রায় ৯.৫ শতাংশ শুধুমাত্র দিল্লির। এই বিশাল পরিমাণ ই-বর্জ্যের খুব কমই বৈজ্ঞানিকভাবে পুনর্ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এই পার্ক তৈরি হলে সেই সমস্যা মিটবে। পাশাপাশি বর্তমানে যারা এই ধরনের কাজ করেন তাদের জন্য পাকাপাকি কর্মসংস্থান হবে এই ইকো পার্কে।

প্রাথমিকভাবে দিল্লিতে এই ইকো পার্ক তৈরি হলেও পরে আরও তিনটি জায়গায় এমন ইকো পার্ক তৈরি করার পরিকল্পনা রয়েছে। বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহকারীদের আকৃষ্ট করার জন্য, দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন শিগগিরই একটি বিশ্বব্যাপী আরএফকিউ-কাম-আফএফপি টেন্ডার জারি করবে। ইকো পার্কটি একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কাঠামোর অধীনে (ডিবিএফওটি) ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট, ট্রান্সফার মডেল ব্যবহার করে তৈরি করা হবে। একবার চালু হয়ে গেলে, পার্কটি দিল্লির প্রায় ২৫ শতাংশ ই-বর্জ্য ব্যবস্থাপনা করবে এবং সারা দেশে অনুরূপ উদ্যোগের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।

সূত্র: এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status