ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

উত্তরায় গার্ডার চাপায় ৫ জনের মৃত্যু

ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের নজরে আনলেন ৩ আইনজীবী

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৭ পূর্বাহ্ন

mzamin

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেট কারের ওপর পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনা উচ্চ আদালতের নজরে এনেছেন তিন আইনজীবী। মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এনে স্বপ্রণোদিত আদেশ প্রার্থনা করেন তারা। আদালত তাদেরকে এ বিষয়ে রিট আবেদন করতে বলেন। এরা হলেন- আইন ও সালিস কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের আইনজীবী শাহীনুজ্জামান ও জামিউল হক ফয়সাল, আর ব্যক্তিগতভাবে আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। পরে জামিউল হক ফয়সাল বলেন, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে আদালতের কাছে স্বপ্রণোদিত আদেশ চেয়েছিলাম। আদালত আমাদেরকে রিট আবেদন করতে বলেছেন। আগামী সপ্তাহে এই দুই সংগঠনের পক্ষে রিট আবেদন দাখিল করবো।

গতকাল রাজধানীর উত্তরায় বিকালে ব্যস্ততম বিমানবন্দর-টঙ্গী মহাসড়কে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই বিআরটি প্রকল্পের উড়াল সড়কের গার্ডার সরানোর সময় দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। বিকাল চারটার দিকে গাড়িটি চাপা পড়ার প্রায় তিন ঘণ্টা পর অন্য একটি ক্রেনের সাহায্যে গার্ডার সরিয়ে গাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের স্বজনরা জানান, দক্ষিণ খানের রুবেল মিয়ার ছেলে হৃদয় (২৬) শনিবার আশুলিয়ার খেজুর বাগান এলাকার রিয়া মনির (২১)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সোমবার দক্ষিণ খানের হৃদয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে কনের মা ফাহিমা (৪০), কনের খালা ঝর্ণা (২৮), ঝর্ণার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া এবং বর, কনে এবং বরের বাবা রুবেল মিয়া প্রাইভেট কারে করে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন
অন্য একটি মাইক্রোবাসে পরিবারের অন্য সদস্যরা ছিলেন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status