ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

দুই ম্যাচে ১০ গোল দিয়ে পিএসজির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২২, রবিবার, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৮ অপরাহ্ন

mzamin

নতুন মৌসুমে ছুটছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে ক্লেরমঁ ফুটকে ৫-০ গোলে হারায় ক্রিস্তফ গালতিয়ের দল। শনিবার রাতে পার্কে দেস প্রিন্সেসে মঁপেলিয়েকে ৫-২ গোলে হারায় পিএসজি। লিগে টানা দুই ম্যাচে ১০ গোল দিয়ে লা প্যারিসিয়ানরা গড়লো  এক অনন্য রেকর্ড। ৬১ বছর পর ফরাসি লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচে ৫টির বেশি গোল করার কীর্তি দেখালো পিএসজি। ১৯৬১-৬২ মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে পাঁচটির বেশি গোল করেছিল রিম। এছাড়া মঁপেলিয়ের বিপক্ষে শেষ ১০ ম্যাচের প্রত্যেকটিতে ২টির বেশি গোল করেছে পিএসজি।
শনিবার রাতে ঘরের মাঠে স্পষ্ট দাপট ছিল পিএসজির। ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২০টি শট নেয় পিএসজি। যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অপরদিকে ৪১ শতাংশ বল দখলে রাখা মঁপেলিয়ে ৭টি শটের ৪টি লক্ষ্যে রাখে।

২৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

বিজ্ঞাপন
পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এরপর ৩৯তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় পিএসজি। প্রথমার্ধের শেষে আবার পেনাল্টি পায় স্বাগতিকরা। এবার আর সাহস করেননি এমবাপ্পে। সফল স্পটকিকে ব্যবধান বাড়ান নেইমার। বিরতির পর স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। ৫৮তম মিনিটে মঁপেলিয়ের ওহাবি খাজরি জালের দেখা পান।  ১১ মিনিট পর অবশ্য আবার ব্যবধান বাড়ায় পিএসজি। এবার লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। শেষ বাঁশি বাজার ৩ মিনিট বাকি থাকতে ব্যবধান ৫-১ করেন রেনাতো সানচেজ। ইনজুরি টাইমে মঁপেলিয়ের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এনজো জিয়ান্নি  টিচাটো।

ঘরের মাঠ পার্কে দেস প্রিন্সেসে এটি ছিল নতুন মৌসুমে পিএসজির প্রথম ম্যাচ। ভক্ত-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় দলের দারুণ জয়ে খুশি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। ম্যাচশেষে তিনি বলেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। (দর্শকদের আগমনে) স্টেডিয়াম ভরপুর ছিল, দারুণ পরিবেশ ছিল। খেলোয়াড়রাও ঘরের মাঠে ভালো শুরু করেছে। আগের (ক্লেরমঁ) ম্যাচের মতোই খেলেছি আমরা।’ গালতিয়ে বলেন, ‘দলকে খেলায় মনোযোগী মনে হয়েছে আমার। সবাই মিলে গোল করার ইচ্ছা ছিল তাদের।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status