ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৩ অপরাহ্ন

mzamin

প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৫ মে হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম  কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল,  শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।

 

পাঠকের মতামত

সঠিক সিদ্ধান্ত। যে কেউ হুট করে যেকোন দাবীতে রাস্তায় নেমে পড়লে তো হবেনা। দাবী আদায়ের জন্য প্রশাসনিক প্রক্রিয়ায় আগাতে হবে। ইনডোর সভা সেমিনার, চিঠি চালাচালি। তারপর নাহলে রাজপথ সর্বশেষ প্রক্রিয়া। এখন যেকোন কিছুর জন্য রাজপথে নেমে পড়া সুনাগরিক সুলভ আচরণ নয়।

জিয়া চৌধুরী
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৫ অপরাহ্ন

শাহবাগ ও যমুনায় কয়েক মাস আগে থেকেই সমাবেশের নিষেধাজ্ঞা থাকলেও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তার দল এনসিপি সেখানে অবরোধ ও সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোন বাঁধা দেয় নি। আইন সবার জন্য সমান হওয়া উচিত।

BB
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৭ অপরাহ্ন

শাহবাগ ও যমুনায় কয়েক মাস আগে থেকেই সমাবেশের নিষেধাজ্ঞা থাকলেও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তার দল এনসিপি সেখানে অবরোধ ও সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোন বাঁধা দেয় নি। আইন সবার জন্য সমান হওয়া উচিত।

Andalib
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status