অনলাইন
৩ দফা দাবি
রাত পেরিয়ে সকালেও জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান
স্টাফ রিপোর্টার
(১০ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন

তিন দফা দাবিতে রাতভর সড়কে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়কে এমন চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, কেউ রাস্তার ওপর শুয়ে আছেন, কেউবা বসে আছেন। আবার কেউ অন্যকে উজ্জীবিত রাখতে স্লোগান দিচ্ছেন, কেউ আবৃতি করছেন কবিতা-এভাবেই রাতভর অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কাকরাইলের সড়কগুলোতে ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থী প্রতিনিধিদের বক্তব্য, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট। পরে সকাল ৯টার দিকেও অন্তত অর্ধশত আন্দোলনকারী সেখানে অবস্থান করছিলেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
এর আগে বুধবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ভিড় থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন। এই ঘটনার পর তথ্য উপদেষ্টা ফিরে যান।
তিন দফা দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লংমার্চ কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা পুলিশের দে=য়া ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
পাঠকের মতামত
২৪ শের স্বাধীনতার পর মানুষের মধ্যে আখাংখার পরিমাণ এত বেশি যে সরকার কে গুছানো র সময় পর্যন্ত দিচ্ছে না। এখন নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতে ব্যস্ত