খেলা
ক্রীড়া সাংবাদিক মজিবুর রহমানের পুত্রের মৃত্যুতে শোক
স্পোর্টস রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
ক্রীড়া সাংবাদিক মো. মজিবুর রহমানের ছোট ছেলে নাভিদুর রহমান জিবরান ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর আড়াইটায় মারা যায় ১২ বছর বয়সী জিবরান। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।
নারায়ণগঞ্জের জালকুড়িতে বাদ এশা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জিবরানকে দাফন করা হয়। মো. মজিবুর রহমানের পুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। মজিবুর রহমান ডিআরইউ’র বর্তমান কার্যনির্বাহী পরিষদের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মজিবুর রহমান জানান, মঙ্গলবার স্কুল ও কোচিং শেষ করে বাসায় ফেরার পর জ্বর ও গায়ে ব্যথা শুরু হয় জিবরানের। গতকাল দুপুরে ডাক্তারের কাছে নেয়া হলে দ্রুত তাকে হাসপাতালে নিতে বলা হয়। এরপর ভিক্টোরিয়া ও সেন্ট্রাল হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।