ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

কাকাকে ব্রাজিলের সহকারী কোচ হিসেবে চান আনচেলোত্তি

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩২ অপরাহ্ন

mzamin

ক'দিন আগে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লো আনচেলোত্তি। সেলেসাওদের ওপর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব থাকবে ইতালিয়ান এ কোচের। এর মাঝেই সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদন বলছে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের দায়িত্ব নেয়ার পরপরই কাকাকে সহকারী কোচ হিসেবে পাশে চাচ্ছেন আনচেলোত্তি। এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন কোচ হিসেবে আনচেলত্তির নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাকা লেখেন,‘আপনাকে অনেক স্বাগত, মিস্টার!’   
কাকার সঙ্গে আনচেলোত্তির সম্পর্ক বেশ পুরনো। ব্রাজিলিয়ান কিংবদন্তি মিডফিল্ডার কাকা ক্লাব এসি মিলানে খেলেন আনচেলোত্তির অধীনেই। এসি মিলানে কাকাকে নিয়ে পাঁচটি ট্রফি জেতেন আনচেলোত্তি। যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লীগ শিরোপাও। কাকার ব্যক্তিগত সাফল্যের তালিকায় আছে ২০০৭ সালের ব্যালন ডি’অর তখনো মিলানের কোচ ছিলেন আনচেলোত্তি। এরপর ২০১৩ সালে রিয়াল মাদ্রিদেও এক মৌসুমের জন্য তাদের পুনর্মিলন হয়েছিল। যদিও সে যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। 
ইএসপিএন ব্রাজিলের মতে, আনচেলোত্তি ইতিমধ্যেই ব্যালন ডি’অর জয়ী এবং রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে ফোন করেছেন। এদিকে, কার্লোর দীর্ঘদিনের সহকারী এবং তার আপন ছেলে ডেভিড আনচেলত্তি আর তার বাবার দলের অংশ হবেন না বলে নিশ্চিত হওয়ার পর এই অগ্রগতি করা হচ্ছে। পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদে বছরের পর বছর পাশাপাশি কাজ করার পর আনচেলোত্তির ছেলে ডেভিড এখন নিজেই সরে দাঁড়াতে চাচ্ছেন। 
৪৩ বছর বয়সী কাকার এর আগে কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে ২০২১ সালে তিনি কাজাখস্তান দলকে ফিফা ফুটসাল বিশ্বকাপে পরিচালনা করেন। এবার আনচেলোত্তির সহকারী হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব পেলে সেটা হবে কাকার কোচিং ক্যারিয়ারের জন্য নতুন এক অধ্যায়।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status