খেলা
রোহিত-কোহলির অবসর ভারতের জন্য বিশাল ক্ষতি, মন্তব্য মঈন আলীর
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৩:৪৯ অপরাহ্ন

লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সাবেক অধিনায়ককে অনুসরণ করে একই সিদ্ধান্ত জানিয়েছেন বিরাট কোহলিও। সামনেই রয়েছে গুরুত্বপূর্ণ ও কঠিন ইংল্যান্ড সফর। এর আগে দলের দুই অভিজ্ঞ ব্যাটারের অবসরের ঘোষণা ভারতের জন্য বিশাল ক্ষতি বলে মনে করেন মঈন আলী। ইংলিশদের সাবেক এই অলরাউন্ডের মতে, দলের এই দুই তারকা ক্রিকেটার না থাকায় ইংল্যান্ডের পথ অনেকটাই মসৃণ হয়েছে।
রোহিত ও কোহলির পারফর্মেন্স নিয়ে আলোচনা-সমালোচনা ছিল অনেকদিন ধরেই। তবে আগামী মাসের ইংল্যান্ড সফরে তাদের জায়গা নিয়ে দুঃশ্চিন্তা ছিল না খুব একটা। বরং এই দুই অভিজ্ঞের অভিজ্ঞতাই ছিল দলের অন্যতম ভরসা। তবে স্রেফ পাঁচ দিনের ব্যবধানে রোহিতের মতো সাদা জার্সি খুলে রাখার কথা জানান কোহলিও। স্কাই স্পোর্টসে এক আলোচনায় মঈন আলী এ প্রসঙ্গে বলেন, ‘ইংল্যান্ডের জন্য অবশ্যই এটি (রোহিত-কোহলির অবসর) সম্ভাবনা অনেক বাড়িয়ে দিচ্ছে। শীর্ষ পর্যায়ের দুজন ক্রিকেটার, যারা আগেও কয়েকবার ইংল্যান্ড সফর করেছে, তাদের অভিজ্ঞতা আছে। এমন দু’জন না থাকা বড় ব্যাপার।’ ৩৭ বছর বয়সী মঈন আরও বলেন, ‘আমার মনে আছে, শেষবার যখন ভারত ইংল্যান্ডে সফর করেছে, রোহিত খুব ভালো খেলেছে। তারা দু’জন যে ধরণের মানসিকতার ক্রিকেটার, তারা যে ধরণের নেতা.. দু’জনই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছে। ভারতের জন্য এটি বিশাল ক্ষতি।’ ২০২১-এ ইংলিশদের বিপক্ষে ভারতের হয়ে ৫২.৫৭ গড়ে সর্বোচ্চ ৩৬৮ রান করেন রোহিত। তবে ২৭.৬৬ গড়ে ২৪৯ রানে সেবার খুব একটা দ্যুতি ছড়াতে পারেননি কোহলি। তবে এর আগে ২০১৮-এর সফরে ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান করে সেবার সিরিজ সেরা হন এই ভারতীয় তারকা ব্যাটার। কোহলিকে নিয়ে আলাদা করে মঈন বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য এটি প্রবল আঘাত। সে টেস্ট ক্রিকেটের অগ্রপথিকদের একজন ছিল, সর্বদাই এই সংস্করণকে তুলে ধরত। অসাধারণ ক্রিকেটার, দুর্দান্ত তার ক্যারিয়ার।’ তিনি যোগ করেন, ‘সে যথেষ্ট করেছে.. খেলাটির জন্য এত কিছু করেছে, বিশেষ করে ভারতে.. শচিন টেন্ডুলকারের পর এই মানুষটির খেলা দেখতে লোকে মাঠে আসত এবং স্টেডিয়াম ভরে উঠত। তার রেকর্ড অসাধারণ, দেখার জন্যও দুর্দান্ত ক্রিকেটার, দারুণ এক অধিনায়কও। তার বিদায় টেস্ট ক্রিকেটের জন্য বড় ধাক্কা।’
ভারতের ইংল্যান্ড সফরের ৫ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে লিডসে, আগামী ২০শে জুন। বার্মিংহ্যাম, লর্ডস, ম্যানচেস্টার হয়ে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৩১শে জুলাই, ওভালে।