অনলাইন
সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাবি শিক্ষার্থী নিহত
বিশ্ববিদ্যালয় রিপোর্টার ও ঢামেক প্রতিনিধি
(১ দিন আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৩ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
নিহতের সহপাঠী মো. রাফি বলেন, ‘রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাম্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘রাতেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবো।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ চেয়ে আজ দুপুর ১২টায় কর্মসূচি ঘোষণ করেছে ঢাবি ছাত্রদল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ চেয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা।
পাঠকের মতামত
ঢাবি ভিসি সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ শিক্ষার্থী নিহত হলে এর ফৌজদারি দায়ভার কেন নেবেন ?
এখানে ভিসির অপরাধ কি??না বুঝতে পারা আমি এক গোলাম!!