ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বললেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক
৮ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

পেহেলগাম কাণ্ডের প্রত্যাঘাত করেছে ভারত। ১৫ দিনের মাথায় ‘অপারেশন সিঁদুর’ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো। এমনই জানিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতে চলেছে এই অভিযান। বলিউডের তারকারাও ভারতের এই পদক্ষেপের জয়জয়কার করেছেন। কঙ্গনা রানাউয়াত ‘অপারেশন সিঁদুর’- এর লোগো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে বলেছেন, সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা যাবে না। ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বলিউড তারকা অক্ষয় কুমার ‘অপারেশন সিঁদুর’- এর ছবি ভাগ করে লিখেছেন, জয় হিন্দ, জয় মহাকাল। অভিনেতা সুনীল শেঠি লিখেছেন, সন্ত্রাসের কোনো জায়গা নেই। সন্ত্রাসকে সহ্য করা হবে না। শুধুই সুবিচার হবে। অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, ভারতীয় সেনার জয় হোক। ভারতমাতার জয় হোক। পরিচালক মধুর ভাণ্ডারকর লিখেছেন, আমাদের বাহিনীর সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে। আমরা একটাই দেশ। 
আমরা সবাই একসঙ্গে আছি। পর্যবেক্ষকরা অনুমান করেছেন, হিন্দু নারীরা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করে। পেহেলগামে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিল যাদের সদ্য বিয়ে হয়েছিল। বিশেষভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নওয়ালের ছবি। সেই ছবি প্রতীকী হয়ে ওঠায় এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাঠকের মতামত

ভারত করেছে কোন পাকিস্তান করবে ।আর পাকিস্তানের হামলা হবে আরো ভয়াবহ। আর অপারেশন সোহাগ রাত হলে তো কোন কথাই নেই।

Towfiq uddin Ahmed
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশে যেমন কোন ইস্যুতে মিডিয়া ব্যক্তিদের জোর করে সরকারের সকল অপকর্মের পক্ষে কথা বলানো হতো। সেরকম মনে হচ্ছে সকলের ভাষা একই রকম।

জাহিদুল ইসলাম
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:২৪ পূর্বাহ্ন

সব‌ই ঠিক আছে! জঙ্গিদের আস্তানা ভারত গুঁড়িয়ে দিয়েছে! কিন্তু ভারতের সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে - বলিউড তারকাদের এই ব্যাপারে কোন আফসোস বা নিদেনপক্ষে সমবেদনা আছে কি না?

Harun Rashid
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বললেন বলিউড তারকারা'সন্ত্রাসীরা প্রকাশ্যে থাকে?ক্ষতির ভাগ ভারতের বেশি,মসজিদ এবং সাধারণ মানুষের উপর হামলা হয়েছে,ছয়টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এটার কথা বলছে না।তাদের মিডিয়া সবসময় অপপ্রচার করে।পেহেলগাম ঘটনা ছিল সাজানো নাটক দেশে হিন্দুদের মারা হয়েছে বলার কারণ হলো সহজে হিন্দুদের ক্ষ্যাপানো যাবে!

আলমগীর
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৪:১২ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status