বিনোদন
‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বললেন বলিউড তারকারা
বিনোদন ডেস্ক
৮ মে ২০২৫, বৃহস্পতিবার
পেহেলগাম কাণ্ডের প্রত্যাঘাত করেছে ভারত। ১৫ দিনের মাথায় ‘অপারেশন সিঁদুর’ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো। এমনই জানিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতে চলেছে এই অভিযান। বলিউডের তারকারাও ভারতের এই পদক্ষেপের জয়জয়কার করেছেন। কঙ্গনা রানাউয়াত ‘অপারেশন সিঁদুর’- এর লোগো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে বলেছেন, সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা যাবে না। ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বলিউড তারকা অক্ষয় কুমার ‘অপারেশন সিঁদুর’- এর ছবি ভাগ করে লিখেছেন, জয় হিন্দ, জয় মহাকাল। অভিনেতা সুনীল শেঠি লিখেছেন, সন্ত্রাসের কোনো জায়গা নেই। সন্ত্রাসকে সহ্য করা হবে না। শুধুই সুবিচার হবে। অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, ভারতীয় সেনার জয় হোক। ভারতমাতার জয় হোক। পরিচালক মধুর ভাণ্ডারকর লিখেছেন, আমাদের বাহিনীর সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে। আমরা একটাই দেশ।
আমরা সবাই একসঙ্গে আছি। পর্যবেক্ষকরা অনুমান করেছেন, হিন্দু নারীরা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করে। পেহেলগামে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিল যাদের সদ্য বিয়ে হয়েছিল। বিশেষভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নওয়ালের ছবি। সেই ছবি প্রতীকী হয়ে ওঠায় এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
পাঠকের মতামত
ভারত করেছে কোন পাকিস্তান করবে ।আর পাকিস্তানের হামলা হবে আরো ভয়াবহ। আর অপারেশন সোহাগ রাত হলে তো কোন কথাই নেই।
বাংলাদেশে যেমন কোন ইস্যুতে মিডিয়া ব্যক্তিদের জোর করে সরকারের সকল অপকর্মের পক্ষে কথা বলানো হতো। সেরকম মনে হচ্ছে সকলের ভাষা একই রকম।
সবই ঠিক আছে! জঙ্গিদের আস্তানা ভারত গুঁড়িয়ে দিয়েছে! কিন্তু ভারতের সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে - বলিউড তারকাদের এই ব্যাপারে কোন আফসোস বা নিদেনপক্ষে সমবেদনা আছে কি না?
‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বললেন বলিউড তারকারা'সন্ত্রাসীরা প্রকাশ্যে থাকে?ক্ষতির ভাগ ভারতের বেশি,মসজিদ এবং সাধারণ মানুষের উপর হামলা হয়েছে,ছয়টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এটার কথা বলছে না।তাদের মিডিয়া সবসময় অপপ্রচার করে।পেহেলগাম ঘটনা ছিল সাজানো নাটক দেশে হিন্দুদের মারা হয়েছে বলার কারণ হলো সহজে হিন্দুদের ক্ষ্যাপানো যাবে!