বিনোদন
অচেনা সোহম
বিনোদন ডেস্ক
৮ মে ২০২৫, বৃহস্পতিবার
মুখে গোঁফ-দাড়ি কাঁচাপাকা মেশানো। বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে। কপালে শত কুঞ্চন। মোটা ভ্রু’র আড়ালে তীক্ষ্ণ একজোড়া চোখ। বৃদ্ধ হয়েছেন সোহম চক্রবর্তী। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের ছোঁয়ায় তার অকাল বার্ধক্য দশা। ‘বহুরূপ’ ছবিতে এমন অচেনা রূপেই দেখা যাবে তাকে। মোট সাতটি চেহারায় এই প্রথম পর্দায় ধরা দেবেন তিনি।