বিনোদন
‘এমন অভিযোগে নির্বাক হয়ে গেছি’
স্টাফ রিপোর্টার
৮ মে ২০২৫, বৃহস্পতিবার
হাল সময়ের ব্যস্ত অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি ও মাদক সেবনসহ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। একটি বেসরকারি চ্যানেলের ডিজিটাল মাধ্যমে এসে এমন অভিযোগ করেন তিনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন শামীম। তার ওপর আনা অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের হেনস্তার প্রশ্নই আসে না। এমনকি সেটে কোনো মাদক সেবনের ঘটনাও ঘটেনি। এদিকে, গতকাল দুপুরে মানবজমিনকে শামীম হাসান সরকার বলেন, মেয়েটির কথা শুনলেই বোঝা যায় এর পেছনে কেউ রয়েছে। তাকে দিয়ে এমনটি করানো হয়েছে। মেয়েটি তো আসলে ছোট। আমি নিজেই এমন অভিযোগে নির্বাক হয়ে গেছি। আমার এত বছরের ক্যারিয়ারে কেউ এ ধরনের অভিযোগ আনতে পারেনি। হঠাৎ করে একজন জুনিয়র আর্টিস্ট এমন অভিযোগ আনবে- সেটা কল্পনাতীত। এখন অভিনয় শিল্পী সংঘকে বিষয়টি জানিয়েছি। তারাই যা করার করবে। হয়তো আলোচনা হবে, মিটিং হবে। তিনি আরও বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো আমি বিয়ে করেছি ক’দিন আগে। আর তার পর পরই এমন একটি অভিযোগ আনা হলো আমার বিরুদ্ধে। সবমিলিয়ে খুবই দুঃখজনক বিষয়। এদিকে, মঙ্গলবার রাতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, সে আগের লটেও আমার সঙ্গে কাজ করেছে। আমাদের মধ্যে কোনো শত্রুতাও নেই। বাট শুটিং শুরুর সময়ে সে রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা করো, শুটিং সেটে এসব চলবে না। মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে শামীম বলেন, এ অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিসিটিভি আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি মিডিয়া ছেড়ে দেবো। শামীম বলেন, আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলছি। যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন, তাহলে সেটাই করবো।