বিনোদন
সম্পর্ক ও প্রতিশোধের গল্পে ‘ফ্যাঁকড়া’
স্টাফ রিপোর্টার
৯ মে ২০২৫, শুক্রবার
গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতায় যখন দেশের শোবিজ অঙ্গন স্থবির হয়ে যায়, তখনই নির্মাতা আসিফ চৌধুরী শুরু করেন তার নতুন ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’র কাজ। অবশেষে সেই সিরিজ গতকাল মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গ’তে। মুক্তি উপলক্ষে বুধবার রাতে রাজধানীর কাওরান বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে নির্মাতা ও অভিনয়শিল্পীরা সিরিজটি নিয়ে কথা বলেন। নির্মাতা আসিফ চৌধুরী জানান, ‘ফ্যাঁকড়া’ শুধু একটি থ্রিলার নয়, এটি একটি যন্ত্রণাময় মানবিক গল্প; যেখানে রয়েছে ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ এবং অপরাধ জগতের বাস্তবতা। গল্পের কেন্দ্রীয় চরিত্র সামাদ। তিনি তার প্রেমিকা গোলাপীকে পেতে বিপুল অর্থ জোগাড় করার জন্য বন্ধু-বান্ধবদের নিয়ে একটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। কিন্তু ছিনতাই করার সময় দুর্ঘটনাবশত এক নারী খুন হয়ে যায়। এরপর ঘটনা মোড় নেয় নাটকীয়তায়। প্রতিশোধ নিতে মাঠে নামেন নিহত নারীর স্বামী, অন্যদিকে পুলিশও নেমে পড়ে তদন্তে। এমনই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে যায় ‘ফ্যাঁকড়া’র গল্প। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিরিজের অভিনেতা শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, সারা আলম, পার্থ শেখ, মীর রাব্বি, আবদুল্লাহ আল সেন্টু, হাশনাত রিপন, এ কে আজাদ সেতু প্রমুখ।